এবার সাবেক ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শ্রীলঙ্কা ক্রিকেটের

শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহেএএফপি

শ্রীলঙ্কার অন্যান্য খেলাধুলার উন্নতির জন্য জাতীয় স্পোর্টস ফান্ডকে একটি তহবিল দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি)। এই তহবিল অপব্যবহারের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের বিরুদ্ধে। দুর্নীতির সেই অভিযোগ তদন্তে আনুষ্ঠানিক অভিযোগ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

আরও পড়ুন

রানাসিংহে ক্রীড়ামন্ত্রী থাকতে গত মাসে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের গভর্নিং কমিটিকে বরখাস্ত করেন। এরপর শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন কমিটিও গঠন করেন। পরে শ্রীলঙ্কার আপিল আদালতের নির্দেশে বরখাস্ত হওয়া বোর্ড পুনর্বহাল করা হয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডই আদালতে এই আপিল করেছিল। আগামীকাল তার শুনানির আগে রানাসিংহের বিরুদ্ধে নতুন এই অভিযোগ করল এসএলসি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) বিবৃতিতে এ নিয়ে বলা হয়, ‘এসএলসি যে তহবিল বরাদ্দ করেছিল, জনাব রোশান রানাসিংহে তা কীভাবে ব্যবহার করেছেন, সেসব যথাযথভাবে না জানানোয় এই অভিযোগের সিদ্ধান্ত নেওয়া হয়।’ বিবৃতিতে বিষয়টি আরেকটি ব্যাখ্যা করেছে এসএলসি, ‘খরচ নিয়ে সংবাদমাধ্যমে রানাসিংহে এমপির দেওয়া তথ্য এবং তথ্য অধিকার আইনে (আরটিআই) এসএলসির আবেদনের ভিত্তিতে যা জানা গেছে—এই দুইয়ের মধ্যে তারতম্যের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হলো।’

আরও পড়ুন

বিশ্বকাপ শুরুর পর থেকেই বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট। ১০ দলের মধ্যে নবম হয়ে বিশ্বকাপের লিগ পর্ব শেষ করে তারা। এসএলসির বরাদ্দ করা তহবিল অপব্যবহারের দায়ে রানাসিংহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল এসএলসি।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি
আইসিসি

এরপর গত ১০ নভেম্বর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করে আইসিসি। এতে আগামী জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের ভেন্যু শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়া হয়। রানাসিংহেও ক্রীড়ামন্ত্রীর পদ হারান। ক্রিকেট বোর্ডে দুর্নীতিবিরোধী অভিযান চালানোর কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তাঁকে হত্যার চেষ্টা করছেন, এমন অভিযোগ তোলার পর বরখাস্ত করা হয় রানাসিংহেকে।

আরও পড়ুন