তামিমের বরিশাল আর শাদাবের ইসলামাবাদের মধ্যে যত মিল
কিছুটা অদ্ভুতই বলতে হবে!
এক দল সদ্য শেষ হওয়া পাকিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলের চ্যাম্পিয়ন। আরেক দল বাংলাদেশের ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের সর্বশেষ আসরের সেরা। কিন্তু এই দুই দল ইসলামাবাদ ইউনাইটেড ও ফরচুন বরিশালের মধ্যে মিল অনেক! একটা মিলের কথা শুরুতেই বলে নেওয়া ভালো। সেটা অবশ্য না বললেও চোখে পড়ার কথা সবার—দুই দলের জার্সির রংই লাল।
জার্সির গল্প শেষে মাঠের খেলার গল্পে যাওয়া যাক। তামিম ইকবালের বরিশাল আর শাদাব খানের ইসলামাবাদ—দুই দলেরই টুর্নামেন্ট শুরু জয় দিয়ে। সেটা অবশ্য দুই টুর্নামেন্টে আরও অনেক দলই করেছে। তবে বরিশাল ও ইসলামাবাদের মতো পয়েন্ট তালিকার তিনে থেকে কোয়ালিফায়ার অন্য কোনো দল নিশ্চিত করেনি! অর্থাৎ বরিশাল ও ইসলামাবাদ দুই দলই লিগ পর্বের খেলা শেষে ছিল পয়েন্ট তালিকার তিনে।
দুই দলকেই খেলতে হয়েছে এলিমিনেটর। প্রথম এলিমিনেটরে বিপিএলে তামিমের বরিশাল হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। অন্যদিকে পিএসএলে শাদাবের দল হারায় কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে।
পিএসএলে দ্বিতীয় এলিমিনেটরে শাদাবের ইসলামাবাদ বাবর আজমের পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে। তামিমের বরিশাল দ্বিতীয় কোয়ালিফায়ারে কোন দলকে হারিয়েছিল, মনে আছে নিশ্চয়ই? রংপুর রাইডার্সকে।
এবারের আসরে সেই রংপুরের হয়েই তো বিপিএল খেলে গেছেন বাবর। মানে তামিম ও শাদাবের দল বাবরের দলকে হারিয়েই ফাইনালে উঠেছে। একটা বিষয় জানিয়ে রাখতে হচ্ছে, বিপিএলে যে ম্যাচটিকে দ্বিতীয় কোয়ালিফায়ার বলা হয়, সেটিকে পিএসএলে বলা হয় দ্বিতীয় এলিমিনেটর।
ফাইনালে তামিমের বরিশাল হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। কুমিল্লাকে তারা হারায় ৬ উইকেটে। আর গতকাল ফাইনালে শাদাবের দল হারিয়েছে মুলতান সুলতানসকে। তাদের জয় ২ উইকেটে। এখানে মিল কোথায়? মিল মোহাম্মদ রিজওয়ানে।
মুলতানকে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই রিজওয়ান বিপিএলে খেলেছেন কুমিল্লার হয়ে। অর্থাৎ বিপিএল ও পিএসএল দুই টুর্নামেন্টেই রিজওয়ানের দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল ও ইসলামাবাদ।
বিপিএলে রিজওয়ানের দলের জন্য ফাইনাল হারা নতুন হলেও পিএসএলে নতুন কিছু নয়। গতকালেরটিসহ টানা তিনটি ফাইনালে হেরেছে রিজওয়ানের মুলতান সুলতানস।
বিপিএল আর পিএসএলের চ্যাম্পিয়ন দল দুটির অধিনায়কের মধ্যকার মিলটাও জেনে নিন। বরিশালকে নেতৃত্ব দেওয়া তামিম ও ইসলামাবাদকে নেতৃত্ব দেওয়া শাদাব দুজনই হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।