আইসিসির টাকা পেতে ভুয়া ক্রিকেট ম্যাচ আয়োজনের অভিযোগ
আইসিসির কাছ থেকে টাকা পেতে ‘ভুয়া ম্যাচ’ আয়োজন করা হয়েছে, এমন অভিযোগ ওঠার পর তদন্তের মুখোমুখি হয়েছে ফ্রেঞ্চ ক্রিকেট। সাবেক এক নারী ক্রিকেটার প্রথম এ নিয়ে তদন্ত শুরুর পর স্টিং অপারেশনের মাধ্যমে উঠে এসেছে এই তথ্য।
ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘ফ্রান্স২৪’ এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর আইসিসি জানিয়েছে, তারা ব্যাপারটি খুব গুরুত্বের সঙ্গে দেখছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ফ্রান্স ক্রিকেট (এফসি) আইসিসির আর্থিক অনুদান পেতে নারীদের ভুয়া ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে এবং অনুদানের টাকা কোন কোন খাতে খরচ করা হয়েছে, সেসবও গোপন করেছে।
ফ্রান্সের সাবেক ক্রিকেটার ট্রেসি রদ্রিগেজ দেশটির ক্রিকেট বোর্ডে ২০২১ সালে যোগদানের দুই বছরের কম সময়ের মধ্যে দায়িত্ব ছেড়েছিলেন। ভুয়া ম্যাচ আয়োজনের বিরুদ্ধে তিনি সোচ্চার হলেও শুরুতে তাঁর কথায় কেউ কান দেয়নি। এই তদন্তে রদ্রিগেজ সহায়তা করেছেন বলে ‘ফ্রান্স২৪’–এর বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। প্রতিবেদনে রদ্রিগেজ বলেছেন, ম্যাচের নির্ধারিত দিনে মাঠে গিয়ে তিনি কোনো ক্রিকেট খেলা অনুষ্ঠিত হতে দেখেননি।
‘ফ্রান্স২৪’–এর প্রতিবেদনে রদ্রিগেজ বলেছেন, ‘দুই–তিনবার গিয়েছি (ম্যাচের দিন)। কিন্তু গিয়ে দেখি লোকজন পিকনিক করছে, ম্যাচের সময় বাচ্চারা সাইকেল চালাচ্ছে (মাঠে)। পরের দিন ম্যাচের ফল দেখেছি অনলাইনে।’ সংবাদমাধ্যম ‘ফ্রান্স২৪’-ও একই কাজ করেছে। মাঠে গিয়ে দেখেছে ক্রিকেট ম্যাচ হচ্ছে কি না। নারীদের ক্রিকেট সঠিক সময়ে নির্ধারিত মাঠে অনুষ্ঠিত হয়নি। কিন্তু পরের দিন ম্যাচের ফল অনুমোদন করেছে ফ্রান্স ক্রিকেট (এফসি)।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘নারী ও জুনিয়র পর্যায়ে ম্যাচের সংখ্যা বাড়িয়ে আইসিসির অনুদান পেতে এমন ম্যাচ আয়োজনের মিথ্যা তথ্য দিয়েছে’ ফ্রান্স ক্রিকেট।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘ফ্রান্স ক্রিকেটের মোট বাজেটের ৬০–৭০ শতাংশ সরবরাহ করে আইসিসি, সেটা ২০২২ সালে মোট ৫ লাখ ২০ হাজার ডলারের মধ্যে আনুমানিক ৩ লাখ ২০ হাজার ডলার হবে।’
আইসিসির মোট তহবিলের প্রায় অর্ধেকই ব্যয় করা হয় নারী ও জুনিয়র ক্রিকেটের উন্নয়নে। বোর্ডগুলো আইসিসি থেকে কী পরিমাণ অনুদান পাবে, তা নির্ভর করে ক্রিকেটের প্রতি তাদের দায়বদ্ধতার ওপর।
ফ্রান্স২৪–কে আরও ভয়ংকর তথ্য জানিয়েছেন দেশটির ছেলেদের চতুর্থ বিভাগের দল ভিপ্রেস দে ভ্যালেন্সিয়েনেসের কোচ জেমস ওরস্টিড। ছেলেদের শীর্ষ লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে ক্লাবগুলোর নারী ক্রিকেট দল থাকতে হবে, এমন নিয়ম রয়েছে ফ্রান্স ক্রিকেটে। এ কারণে ক্লাবগুলো নারীদের ম্যাচ আয়োজন নিয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছেন ওরস্টিড। তাঁর দাবি, ‘বেশির ভাগ ক্লাবই প্রতারণার আশ্রয় নেয়। তারা লাইসেন্সের জন্য টাকা দেয় এবং অনলাইনে জাল ও ভুয়া স্কোরকার্ড দেখায়...আমরা ভুয়া ম্যাচের প্রতিবাদ করেছিলাম, কিন্তু এর অর্থ হলো আমরা (শীর্ষ লিগে খেলার) যোগ্যতা অর্জন করলেও সম্ভবত কখনো প্রমোটেড (উত্তরণ) হব না।’
ক্লাবগুলোকে নারী ও জুনিয়র ক্রিকেট দল রাখার নিয়ম বেঁধে দেওয়া হয়েছে ২০২১ সাল থেকে। নির্ধারিত কোনো ম্যাচ না খেললে প্রাথমিকভাবে ২০০ ইউরো জরিমানা দিতে হয় ক্লাবগুলোকে। ফ্রান্স২৪ জানিয়েছে, ২০২১ সালে বার্ষিক করপ্রদানের রশিদে ফ্রান্স ক্রিকেট জানিয়েছিল, জরিমানা থেকে ২০ হাজার ২১০ ইউরো আয় হয়েছে। কিন্তু ২০২২ সাল থেকে ভুয়া ম্যাচের অভিযোগ ওঠার পর জরিমানা কমে ৫ হাজার ২৪৮ ইউরোয় নেমে আসে।
ফ্রান্সের ক্রিকেটে এই দুর্নীতি নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছিল দা টেলিগ্রাফ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ব্যাপারটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে ফ্রান্স ক্রিকেটের পক্ষ থেকে ম্যাচ খেলার সংখ্যা নিয়ে হালনাগাদকৃত প্রতিবেদনটি তারা এখনো পায়নি।
টেলিগ্রাফ জানিয়েছে, ফ্রান্স ক্রিকেটে দুর্নীতি নিয়ে ব্যক্তিবিশেষের তরফ থেকে এর আগেও বিভিন্ন অভিযোগ পেয়েছে আইসিসি। বোর্ডের সাবেক প্রধান নির্বাহী মারজোরি গিলেম এর আগে দাবি করেছিলেন, ফ্রান্স ক্রিকেটের আর্থিক ব্যবস্থাপনায় ‘প্রচুর অসঙ্গতি’ রয়েছে।
এখন বোর্ডে দায়িত্বে থাকা ফ্রান্সের সাবেক ক্রিকেটার ইরমা ভ্রিগানাদের ভয় অন্য জায়গায়, ‘ভুয়া নারী দল আছে, এমন ক্লাবগুলোকে জরিমানা দিতে হয় না। কিন্তু যেসব ক্লাবের সত্যি সত্যিই নারী দল আছে এবং ম্যাচ বাতিল হলে জানায়—কারণ সেটিই সত্যি, কারণ আমাদের দল গঠন করায় কঠিন হয়ে দাঁড়ায়, মাঠ খুঁজে পাওয়া কঠিন আমাদের। কিন্তু এই সত্যি কথা জানানোর পরও আমাদের জরিমানা দিতে হয়, কারণ ম্যাচ তো খেলিনি আমরা!’