৩৮ বছর পর নিউজিল্যান্ডকে যে ‘যন্ত্রণা’ উপহার দিল বাংলাদেশ
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি–টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। স্মরণীয় সেই জয়ের পথে রেকর্ড বইয়ের অনেক পাতাই নতুন করে লিখেছে বাংলাদেশ।
৩ উইকেটে ১ রান
নিজেদের ৩৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এই প্রথম ১ রানের মধ্যে প্রতিপক্ষের প্রথম ৩ উইকেট পেল বাংলাদেশ। বাংলাদেশ এর আগে সর্বনিম্ন ৩ রানে পেয়েছিল প্রতিপক্ষের প্রথম ৩ উইকেট, ২০১৫ বিশ্বকাপে ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে।
৩৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ১ রান তুলতেই প্রথম ৩ উইকেট খোয়াল নিউজিল্যান্ড। এর আগে ১৯৮৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ১৯৭৬ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তাদের এমন অভিজ্ঞতা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ১ বা এর কম রানে প্রথম ৩ উইকেট হারানোর ঘটনা ৩১টি। এর ১২টিতে রানের খাতা খোলার আগেই ৩ উইকেট পড়েছে।
১
১২তম ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি–টোয়েন্টি জিতল বাংলাদেশ। আর কোনো দেশ প্রথম টি–টোয়েন্টি জিততে এত ম্যাচ খেলতে হয়নি বাংলাদেশকে। ১৭টি দেশে টি–টোয়েন্টি খেলা বাংলাদেশ এখনো জয়ের মুখ দেখেনি ওয়েস্ট ইন্ডিজ (৮ ম্যাচ), পাকিস্তান (৩) ও ইংল্যান্ডে (২)।
১৩৪/৯
ঘরের মাঠে টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ১৪১/৪, ২০২১ সালে অকল্যান্ডে। ঠিক আগের ম্যাচেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতেও সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে কিউইরা।
৩/২৬
নিউজিল্যান্ডে টি–টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং শরীফুল ইসলামের। আগের সেরা ৩/৩১, ২০১৭ সালে মাউন্ট মঙ্গানুইয়ে রুবেল হোসেনের।
১৯
প্রথম টি–টোয়েন্টিতে দুদলের চার ব্যাটসম্যান ১৯ রান করেছেন। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম এক ম্যাচে তিনের বেশি ব্যাটসম্যান ১৯ রানে থামলেন।