- টসে জিতে ফিল্ডিং বাংলাদেশের
- শরীফুলের দ্বিতীয় আঘাত,আউট বাবর আজমও
- সাইম–শাকিলে পাকিস্তানের পঞ্চাশ পার
- সাইম–শাকিলের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান
- অবশেষে ভাঙল জুটি
- শেষবেলায় বল হাতে পেলেন সাকিব
- পাকিস্তানের রান ১৫৮, বাংলাদেশের প্রাপ্তি ৪ উইকেট
- রৌদ্রজ্জ্বল দ্বিতীয় দিনের খেলা শুরু
- রিজওয়ানের ফিফটি
- দ্বিতীয় দিনে প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
- দ্বিতীয় সেশনের শুরুতেই সেঞ্চুরি রিজওয়ানের
- তিন শ পেরিয়ে পাকিস্তান
- অবশেষে জুটি ভাঙলেন মিরাজ
- দ্বিতীয় সেশনে ১ উইকেট, ১১১ রান
- সাকিবের প্রথম উইকেট
- ইনিংস ঘোষণা পাকিস্তানের
- অবিচ্ছিন্ন ওপেনিং জুটি
- দ্বিতীয় দিনের রিপোর্ট
- রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে ফিরলেন জাকির
- নাজমুল বোল্ড!
- সাদমানের ফিফটির পর মধ্যাহ্নবিরতি
- ফিফটির পর আউট মুমিনুল
- রিভিউ নিয়ে বাঁচলেন সাদমান
- সাকিব ফিরলেন ১৫ রানে
- মুশফিক–লিটনের শতরানের জুটি
- লিটনকে ফেরালেন নাসিম
- টেস্টে মুশফিকের ১১তম সেঞ্চুরি, মধ্যাহ্ন বিরতিতে দুই দল
- চার শ পেরিয়ে বাংলাদেশ
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।
চোটে পড়া ওপেনার মাহমুদুল হাসানের জায়গায় ফিরেছেন সাদমান ইসলাম। বাঁহাতি এই ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের মার্চে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বোলারদের মধ্যে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। তাঁর জায়গায় খেলছেন আরেক পেসার নাহিদ রানা।
গত মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আঙুলে চোট পাওয়ায় খেলতে পারেননি অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এ ম্যাচ দিয়ে টেস্ট দলে ফিরেছেন তিনি। তিন পেসার খেলাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান দলে রয়েছেন চারজন পেসার।
টসে জিতে ফিল্ডিং বাংলাদেশের
রাওয়ালপিন্ডিতে আজ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা পর বাংলাদেশ সময় বেলা ৩টায় টস করেছে দুই দল।
টস জিতে আগে ফিল্ডিংয়ে নামবে নাজমুল হোসেনের দল। পাকিস্তান দুই দিন আগে এই ম্যাচের একাদশ ঘোষণা করলেও বাংলাদেশের একাদশ জানা গেল টসের পর।
শরীফুলের দ্বিতীয় আঘাত,আউট বাবর আজমও
শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন আবদুল্লাহ শফিককে (২)। এরপরই জোড়া আঘাত শরীফুল ইসলামের।
পাকিস্তান অধিনায়ক শান মাসুদের (৬) পর তারকা ব্যাটসম্যান বাবর আজম (০)—দুজনই আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
৯ ওভার শেষে পাকিস্তানের রান ৩ উইকেটে ২৩।
সাইম–শাকিলে পাকিস্তানের পঞ্চাশ পার
১৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান সাইম আইয়ুব–সৌদ শাকিলের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই বাঁহাতির ব্যাটে চড়ে এরই মধ্যে দলীয় সংগ্রহ পঞ্চাশ পার করেছে পাকিস্তান।
১৬ ওভার শেষে পাকিস্তানের রান ৩ উইকেটে ৫৭। সাইম ৩২ এবং শাকিল ১৪ রানে ব্যাট করছেন।
সাইম–শাকিলের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান
শুরুতে তিন উইকেট হারিয়ে ফেললেও স্বস্তি নিয়েই দ্বিতীয় সেশনের বিরতিতে গেছে পাকিস্তান। বৃষ্টির কারণে সাড়ে চার ঘণ্টা পর শুরু হওয়া খেলায় দ্বিতীয় সেশনে হয়েছে ২১ ওভারের খেলা। পাকিস্তানের রান ৩ উইকেটে ৮১।
ওপেনার সাইম অইয়ুব ৬৮ বলে ৪২ এবং পাঁচে নামা সৌদ শাকিল ৩২ বলে ২৮ রান নিয়ে ব্যাট করছেন। এ দুজনের চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত উঠেছে ৬৫ রান।
সাইম–শাকিলের জুটিতে ঘুরে দাঁড়ানোর আগে পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের বলে জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে ফিরেছেন আবদুল্লাহ শফিক (১৪ বলে ২)। এরপর শরীফুল ইসলাম জোড়া আঘাতে ফেরান শান মাসুদ (১১ বলে ৬) ও বাবর আজমকে (২ বলে ০)। দুজনই ক্যাচ দেন লিটন দাসের হাতে।
অবশেষে ভাঙল জুটি
অবশেষে ভাঙল সাইম আইয়ুব–সৌদ শাকিল জুটি। দিনের শেষ সেশনের পানি পানের বিরতির পর প্রথম বলেই আউট সাইম। থেমেছে ৯৮ রানের জুটি।
হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ হয়েছেন সাইম। বাঁহাতি এ ব্যাটসম্যান ৯৮ বলে ৫৬ রান করেছেন। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়।
পাকিস্তানের নতুন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সঙ্গে সৌদ শাকিল অপরাজিত ৪৬ রানে।
৩২ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ১১৯।
শেষবেলায় বল হাতে পেলেন সাকিব
দিনের শেষ বেলায় সাকিব আল হাসানের বল তুলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তবে প্রথম ওভার ভালো যায়নি। তাঁর ওভার থেকে ৬ বলে দুটি চারসহ ১০ রান তুলে নিয়েছেন রিজওয়ান।
পাকিস্তানের রান ৩৯ ওভারে ৪ উইকেটে ১৪৯।
পাকিস্তানের রান ১৫৮, বাংলাদেশের প্রাপ্তি ৪ উইকেট
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছে।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয়েছিল সাড়ে চার ঘণ্টা দেরিতে। শুরুতে ভেজা উইকেটের সুবিধা নেওয়া যাবে বলে টসে জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। দুই ওপেনিং বোলার হতাশও করেননি। হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম মিলে প্রথম নয় ওভারের মধ্যেই তুলে নেন পাকিস্তানের ৩ উইকেট। হাসান ফেরান আবদুল্লাহ শফিককে, শরীফুলের শিকার শান মাসুদ ও বাবর আজম।
১৬ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান সেখান থেকে ঘুরে দাঁড়ায় সাইম আইয়ুব–সৌদ শাকিলের জুটিতে। চতুর্থ উইকেটে এ দুজন যোগ করেন ৯৮ রান। ৫৬ রান করা সাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান। দিনের বাকি অংশে অবিচ্ছিন্ন থেকেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। শাকিল অপরাজিত ৫৭ রানে, রিজওয়ান ২৪ রানে।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল ও হাসান। হাত ঘোরালেও উইকেটহীন নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান।
সব মিলিয়ে প্রথম দিনে খেলা হয়েছে ৪১ ওভার। পাকিস্তান রান তুলেছে ৩.৮৫ গড়ে।
রৌদ্রজ্জ্বল দ্বিতীয় দিনের খেলা শুরু
রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিন সকালে সূর্যের দেখা মিলেছে। দিনের প্রথম ওভারটি করেছেন হাসান মাহমুদ। ক্রিজে অপরাজিত দুই ব্যাটসম্যান সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
পাকিস্তান প্রথম ইনিংস: ৪৩ ওভারে ৪ উইকেটে ১৬২।
রিজওয়ানের ফিফটি
রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনে শক্ত ভিত গড়ার পথে পাকিস্তান। প্রথম দিন শেষে অপরাজিত পাকিস্তানের দুই ব্যাটসম্যান সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ক্রিজে জমে গেছেন। দ্বিতীয় দিনে খেলার ১২তম ওভারে ফিফটি তুলে নেন রিজওয়ান।
নাহিদ রানার উঠে আসা বল স্লিপের ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে চার মেরে ৬৪ বলে ফিফটি তুলে নেন রিজওয়ান (৫৬*)। টেস্টে এটি তাঁর ১০ম ফিফটি। অন্য প্রান্তে ৭২ রানে অপরাজিত সৌদ শাকিল। ১৩৮ বলে ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।
পাকিস্তান প্রথম ইনিংস: ৫৪ ওভারে ৪ উইকেটে ২০৬।
দ্বিতীয় দিনে প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনে প্রথম সেশনে উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। আগের দিন দুই অপরাজিত ব্যাটসম্যান সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মধ্যাহৃ বিরতির আগে পাকিস্তানের সংগ্রহ ৭০ ওভারে ৪ উইকেটে ২৫৬।
৮৬ রানে ব্যাট করছেন সৌদ শাকিল। অন্য প্রান্তে ৮৯ রানে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান। ২৩৬ বলে ১৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।
প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। এই সেশনে ৯৮ রান তুলেছে পাকিস্তান।
দ্বিতীয় সেশনের শুরুতেই সেঞ্চুরি রিজওয়ানের
৮৯ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছিলেন রিজওয়ানের। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে ডাউন দ্য উইকেট এসে সাকিব আল হাসানকে চার মেরে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন রিজওয়ান।
সৌদ শাকিল অন্য প্রান্তে ৯০ রানে অপরাজিত।
পাকিস্তান প্রথম ইনিংস: ৭৪ ওভারে ৪ উইকেটে ২৭৪।
সৌদ শাকিলেরও সেঞ্চুরি
দ্বিতীয় সেশনের ৯ম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ২টি রান নিয়ে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন সৌদ শাকিল। ১৯৫ বলে সেঞ্চুরি তুলে নিলেন এই বাঁহাতি।
রিজওয়ানে অন্য প্রান্তে ১১০ রানে অপরাজিত।
পাকিস্তান প্রথম ইনিংস: ৮০ ওভারে ৪ উইকেটে ২৯৫।
তিন শ পেরিয়ে পাকিস্তান
চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১৯২ রানের জুটি গড়ে পাকিস্তানের দলীয় সংগ্রহ তিন শ পার করেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। ১০৯ রানে ব্যাট করছেন শাকিল। রিজওয়ান অন্য প্রান্তে ১১৬ রানে অপরাজিত।
পাকিস্তান প্রথম ইনিংস: ৮৩ ওভারে ৪ উইকেটে ৩১০।
অবশেষে জুটি ভাঙলেন মিরাজ
অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল, সামনে বাড়িয়ে খেলতে চেয়েছিলেন সৌদ শাকিল। টার্নে পরাস্ত হয়েছেন। বাকি কাজটি সেরেছেন উইকেটকিপার লিটন দাস। যে সময় উইকেট ভাঙে, শাকিলের পা ছিল লাইনের ওপর। বেশ কিছুটা সময় নিয়ে আউট দিয়েছেন টেলিভিশন আম্পায়ার। তাতে ভেঙেছে ২৪০ রানের পঞ্চম উইকেট জুটি। শাকিল থেমেছেন ২৬১ বলে ১৪১ রান করে।
দ্বিতীয় সেশনে ১ উইকেট, ১১১ রান
রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম সেশনে উইকেটশূন্য ছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে শুধু সৌদ শাকিলের উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। ১৪১ রান করা শাকিলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। এই সেশনে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান তুলে চা বিরতিতে গিয়েছে পাকিস্তান। ১৩৪ রানে অপরাজিত রিজওয়ান। অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত আগা সালমান।
চা বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৯৮ ওভারে ৫ উইকেটে ৩৬৭ রান।
সাকিবের প্রথম উইকেট
নিজের ২৫তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। এ বাঁহাতি স্পিনার ঝুলিয়লে দিয়েছিলেন, বড় শট খেলতে চেয়েছিলেন আগা সালমান। ব্যাটের কানায় লেগে বল যায় ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে। মেহেদী হাসান মিরাজ ভুল করেননি সেখানে। ৩৬ বলে ১৯ রান করে ফিরে গেলেন সালমান, পাকিস্তান পঞ্চম উইকেট হারাল ৩৯৮ রানে। আজ কি অলআউট হবে তারা?
ইনিংস ঘোষণা পাকিস্তানের
৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান। তবে তাঁর ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশকে ব্যাটিং করাতে চান তিনি।
রিজওয়ান অপরাজিত থাকলেন ২৩৯ বলে ১৭১ রানে। ১১টি চারের সঙ্গে এ উইকেটকিপার-ব্যাটসম্যান মেরেছেন ৩টি ছক্কা। শাহিন শাহ আফ্রিদি অপরাজিত ছিলেন ২৪ বলে ২৯ রানে। গতকাল বৃষ্টিবিঘ্নিত দিনে ৪ উইকেট নিতে পারলেও আজ দুই সেশনেরও বেশি সময় বোলিং করে ২টি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।
অবিচ্ছিন্ন ওপেনিং জুটি
সময়টা সহজ ছিল না মোটেও। ১১৩ ওভার ফিল্ডিংয়ের পর দ্বিতীয় দিনের শেষবেলায় ব্যাটিং করতে এসে সে কঠিন কাজটি ভালোভাবেই শেষ করেছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। ১২ ওভারে ২৭ রান তুলেছেন দুজন অবিচ্ছিন্ন থেকে। এর আগে ৪৪৮ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান, ফলে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল।
দ্বিতীয় দিনের রিপোর্ট
রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে ফিরলেন জাকির
পাকিস্তানের প্রথম উইকেট পড়েছিল জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচে। এবার সেই জাকিরই ফিরলেন মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন জাকির। বাঁ দিকে ঝাঁপিয়ে প্রায় প্রথম স্লিপ বরাবর পজিশন থেকে ক্যাচ নিয়েছেন রিজওয়ান, যিনি গতকাল উইকেটকিপিং থেকে উঠে গিয়েছিলেন চোট নিয়ে। জাকিরের শট ভালো ছিল না মোটেও, রিজওয়ান ডাইভ না দিলে হয়তো ক্যাচটি পেতে পারতেন প্রথম স্লিপে থাকা বাবর আজমই। এরপরও রিজওয়ানের ক্যাচটি দৃষ্টিনন্দন! তৃতীয় দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ, ৫৮ বলে ১২ রান করে থেমেছেন জাকির। স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ৩১ রান।
নাজমুল বোল্ড!
অফ স্টাম্পের একটু বাইরে থেকে বল একটু ভেতরে ঢুকেছে। নাজমুল হোসেনের ব্যাট ও প্যাড গলে বোল্ড!
৪২ বলে ১৬ রানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। ক্রিজে সাদমানের (১৯*) নতুন সঙ্গী মুমিনুল হক।
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৭ ওভারে ২ উইকেটে ৫৩ রান।
পাকিস্তানের প্রথম ইনিংস থেকে এখনো ৩৯৫ রানে পিছিয়ে বাংলাদেশ।
সাদমানের ফিফটির পর মধ্যাহ্নবিরতি
জাকির হাসান ও নাজমুল হোসেনের উইকেট হারালেও সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে চড়ে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৩ ঘণ্টার বর্ধিত সেশনের শেষ বলে গিয়ে ফিফটির দেখা পেয়েছেন সাদমান, ১২৩ বলে ৫৩ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছেন তিনি। ২০২২ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমেই ফিফটির দেখা পেলেন এ বাঁহাতি ওপেনার। তাঁর সঙ্গী মুমিনুল অপরাজিত ৬৬ বলে ৪৫ রান করে। বাংলাদেশের স্কোর ৪৮ ওভারে ২ উইকেটে ১৩৪ রান, প্রথম ইনিংসে তারা এখন পিছিয়ে ৩১৪ রানে। দুজনের জুটি অবিচ্ছিন্ন ৮১ রানে।
বিনা উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন জাকির। সকালে যিনি টিকে থাকার লড়াইটাই বেশি করেছেন। প্রায় প্রথম স্লিপের পজিশনে গিয়ে দুর্দান্ত ক্যাচ নেন রিজওয়ান।
অধিনায়ক নাজমুল ওভার দশেক টিকলেও স্কোর বড় করতে পারেননি। খুররম শেহজাদের ভেতরের দিকে ঢোকা বলে বোল্ড হন তিনি ৪২ বলে ১৬ রান করে। পাকিস্তানকে অবশ্য এরপর আর উইকেট পেতে দেননি সাদমান-মুমিনুল।
মুমিনুল স্ট্রাইক বদল করে গেছেন নিয়মিত, সুযোগ পেলে শটও খেলেছেন। সাদমান অনেকটা সময় খোলসবন্দি থাকলেও উইকেট হারাননি। ৪৮ থেকে ফিফটি পর্যন্ত যেতেই তিনি খেলেছেন ১৯ বল। এখন পর্যন্ত ইনিংসে ৬টি চার মেরেছেন তিনি।
ফিফটির পর আউট মুমিনুল
বিরতির পর প্রথম বলেই চার, তাতে ৪৯ রানে পৌঁছে যান মুমিনুল। পরের ওভারে শেহজাদের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ১৯তম ফিফটি পান বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে ফিফটির পর আর এগোতে পারেননি তিনি। শেহজাদের ভেতরের দিকে ঢোকা বলে শেষ মুহূর্তে ব্যাট নামিয়ে আনলেও বিপদ ঠেকাতে পারেননি, হয়েছেন বোল্ড। ভেঙেছে সাদমানের সঙ্গে ৯৪ রানের জুটি।
রিভিউ নিয়ে বাঁচলেন সাদমান
আগা সালমানের বলে বেশ খানিকটা সময় নিয়ে সাদমান ইসলামকে এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। তবে সাদমান নেন রিভিউ। বল ট্র্যাকিং দেখিয়েছে, অফ স্পিনার আলমানের বলটি মিস করে যেত লেগ স্টাম্প। ৫৭ রানে জীবন পেলেন সাদমান।
সাদমান ফিরলেন ৯৩ রানে
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ মুহূর্তে পারলেন না সাদমান ইসলাম। মোহাম্মদ আলীর বলে বোল্ড ৯৩ রানে।
আলীর ভেতরের দিকে আসা বল লেগে পুশ করতে চেয়েছিলেন সাদমান। তাতেই ইনিংস থেমে গেল নার্ভাস নাইনটিজে। ১৮৩ বল খেলে ৯৩ রান করেছেন ১২ চারে।
সাদমানের আউটে হয়েছে চা–বিরতি। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৯৯।
সাকিব ফিরলেন ১৫ রানে
বেশিক্ষণ টিকতে পারলেন না সাকিব আল হাসান। ১৬ বলে ১৫ রান করে আউট হলেন তিনি। অযথা শট খেলে উইকেট ছুঁড়ে দেওয়ার ‘বদভ্যাস’ আছে সাকিবের। আজও সেটাই করলেন। পার্ট-টাইমার (অনিয়মিত বোলার) সাইম আইয়ুবের ওভারের প্রথম বলে চার মারার পর চতুর্থ বলে ড্রাইভ করেছিলেন তিনি। কিন্তু এক্সট্রা কাভারে ধরা পড়লেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদের হাতে। টেস্ট ক্যারিয়ারে এটাই আইয়ুবের প্রথম উইকেট।
মুশফিকের কীর্তি
দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে এরই মধ্যে তুলে নিয়েছেন ফিফটিও। টেস্টে ক্যারিয়ারে ২৮তম ফিফটি করার পথে নতুন মাইলফলকটি ছুঁয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গত বছরের মার্চে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল।
লিটনের ফিফটি
ওয়ানডে মেজাজেই খেলছিলেন লিটন দাস। নাসিম শাহ নিজের ১৯তম ওভার শুরুর আগে ৪৭ বলে ৩২ রানে ব্যাটিং করছিলেন লিটন। নাসিমের করা এই ওভারেই নিজের ইনিংসের গিয়ার বদলে ফেলেন লিটন। ৩ চার ও ১ ছক্কায় তোলেন ১৮ রান, সঙ্গে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটিও।
১৩২ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
রাওয়ালপিন্ডির পরিষ্কার আকাশে বৃষ্টির কোন সম্ভাবনা ছিল না। ঘাসের উইকেটও কিছুটা ধূসর হতে শুরু করেছে। বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনটা যে ব্যাটসম্যানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, সেটা আগেই মনে হচ্ছিল। পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর ১২ ওভারে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ দলের সামনে ছিল বড় রান যোগ করার সুবর্ণ সুযোগ। সাদমান ইসলাম, মুমিনুল হকের পর মুশফিকুর রহিম ও লিটন দাসের ফিফটির সৌজন্যে বাংলাদেশ তা করেছেও। ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ১৩২ রান পিছিয়ে নাজমুল হোসেনের দল।
মুশফিক–লিটনের শতরানের জুটি
৯৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে গতকাল তৃতীয় দিন শেষ করেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। আজ চতুর্থ দিনের শুরুতেই শতরান পেরিয়েছে তাঁদের জুটি। ৯৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩১৯ রান। কাল ২১৮ রানে সাকিব আল হাসান আউট হলে মুশফিকের সঙ্গে জুটি বাঁধেন লিটন।
লিটনকে ফেরালেন নাসিম
কাল নাসিম শাহকে বড্ড ভুগিয়েছেন লিটন দাস। পাকিস্তানি পেসারের এক ওভারে ১৮ রান নিয়ে ফিফটি পূরণ করেছিলেন লিটন। সেই নাসিমই আজ লিটনকে ফেরালেন। এই আউটে ভাঙল মুশফিক–লিটনের ১১৪ রানের জুটি। আজ চতুর্থ দিনের প্রথম ৮ ওভার করেছেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ আলী। এ দুজনকে দারুণভাবে সামলেছেন মুশফিক–লিটন। তবে দিনের নবম ওভারে প্রথমবার বল হাতে তুলে নিয়েই পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দিলেন নাসিম। অফ স্টাম্পের বাইরে করা তাঁর শট লেংথের পঞ্চম বলটা কিছুটা লাফিয়ে উঠেছিল। সেই বলে লিটন কাট করতে গেলে ব্যাটের কিনারা লেগে বল জমা পড়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে।
টেস্টে মুশফিকের ১১তম সেঞ্চুরি, মধ্যাহ্ন বিরতিতে দুই দল
যেভাবে পিচ আঁকড়ে ধরে ছিলেন, তাতেই মনে হচ্ছিল সেঞ্চুরি না করে ছাড়বেন না মুশফিকুর রহিম। সেঞ্চুরিটা তিনি পেয়ে গেলেন মধ্যাহ্ন বিরতির আগেই। আগা সালমানের বলটিকে ফাইন লেগে খেলে ২ রান নিতেই মুষ্টিবদ্ধ হাতে ব্যাট উঁচিয়ে ধরলেন মুশফিক, করলেন গর্জনও। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ১১তম সেঞ্চুরি আর পাকিস্তানের বিপক্ষে প্রথম। সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে তিন অঙ্ক স্পর্শ করলেন মুশফিক। অন্য দুজন হাবিবুল বাশার ও জাভেদ ওমর। এই সেঞ্চুরিতে মুশফিক ছাড়িয়ে গেলেন তামিম ইকবালকে (১০টি টেস্ট সেঞ্চুরি)।
মুশফিকের সেঞ্চুরির পরপরই মধ্যাহ্ন বিরতিতে গেছে দুই দল। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১১৭ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে ৫৯ রানে পিছিয়ে বাংলাদেশ।
চতুর্থ দিনে আজ প্রথম সেশনে ২৫ ওভারে লিটনের উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে বাংলাদেশ।
চার শ পেরিয়ে বাংলাদেশ
দ্বিতীয় সেশনের খেলা শুরুর পর চার শ রান পেরিয়ে গেছে বাংলাদেশ। ১২১ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০০।
পাকিস্তানের প্রথম ইনিংস থেকে ৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ। ১০৮ রানে ব্যাট করছেন মুশফিক। ২১ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ।