বিশ্বকাপ শেষেই উগান্ডা অধিনায়কের দায়িত্ব ছাড়লেন মাসাবা

কেইন উইলিয়ামসনের কাছ থেকে জার্সি নিচ্ছেন মাসাবাউগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন

তাঁর অধীনেই প্রথমবার বিশ্বকাপ খেলেছে উগান্ডা। বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ও পেয়েছে। হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।

বিশ্বকাপ শেষেই উগান্ডার অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছেন ব্রায়ান মাসাবা। পাশাপাশি ইতি টেনেছেন নিজের আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারেরও। উগান্ডার লুগোগোতে আজ বিশ্বকাপ শেষে দলের এক মিটিংয়ে এ ঘোষণা দেন মাসাবা।

৩২ বছর বয়সী মাসাবা গত ৫ বছর দলকে নেতৃত্ব দিচ্ছেন। ২০১৮ সালে অধিনায়কত্ব পাওয়ার আগে ৭ বছর সহ–অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাসাবা। তিনি মনে করছেন, উগান্ডার ক্রিকেটে নতুন চক্র শুরুর সময় এখনই। সে কারণেই এমন সিদ্ধান্ত, ‘যেকোনো পর্যায়ে উগান্ডাকে নেতৃত্ব দেওয়া সম্মানের, বিশ্বকাপের কথা বাদ দিন।

দায়িত্ব ছাড়ার প্রধান কারণ হচ্ছে, আমরা নতুন একটা চক্রে প্রবেশ করছি। নতুন কেউ দায়িত্ব নিয়ে দলকে সামনের দিকে নিয়ে যাওয়ার সময় এটাই।’ অধিনায়কের দায়িত্ব ছাড়ার ব্যাপারে মাসাবা আরও বলেন, ‘দায়িত্ব ছাড়া নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছি।’

আরও পড়ুন

অধিনায়ক মাসাবা বেশ অভিজ্ঞ ছিলেন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে পাকিস্তানের বাবর আজম রেকর্ডটা ভেঙে দেওয়ার আগে তিনিই ছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ে নেতৃত্ব দেওয়া অধিনায়ক। সব মিলিয়ে উগান্ডাকে নেতৃত্ব দিয়েছেন ৬০ ম্যাচে।

২০০৯ সালে প্রথমবার উগান্ডার হয়ে খেলেন মাসাবা। আন্তর্জাতিক টি–টোয়েন্টি প্রথমবার খেলেন ২০১৯ সালে। এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়েছেন মাসাবা। রান করেছেন ৪৩৯। এবারের বিশ্বকাপেও বল হাতে দারুণ করেছেন মাসাবা।

৩ ম্যাচে বোলিং করে উইকেট নিয়েছেন ৫টি। পাপুয়া নিউগিনির বিপক্ষে নিয়েছেন ১৭ রানে ১ উইকেট। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ভালো বোলিং করেছেন। আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৩১ রানে ২ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আরও পড়ুন