আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা
বাঁহাতি স্পিনে আফগানিস্তানের ব্যাটিং লাইন-আপ প্রায় একাই ধসিয়ে দিলেন বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান। রান তাড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়ের লক্ষ্যটা থাকল দেড় শরও নিচে। এরপর সাবলীল ব্যাটিংয়ে ব্যাটসম্যানরা দলকে লক্ষ্যে পৌঁছে দিলেন সহজেই।
আবুধাবিতে আজ আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুব দল।
প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তান মাহফুজের স্পিন ঘূর্ণিতে ৩৭ ওভারে ১৪৩ রানে অলআউট হয়। রান তাড়ায় ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার যুব দলকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টুর্নামেন্টটি শুরু হয় গত ১৮ মার্চ। ডাবল-রাউন্ড পদ্ধতির টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল বাংলাদেশ। এর পর টানা দুই জয় তুলে ফাইনালে জায়গা করে আহরার আমিনের দল। আফগানিস্তান ফাইনালে ওঠে চার ম্যাচের তিনটিতে জিতে।
আবুধাবির টোলেরেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অবশ্য আফগানদের ওড়ার সুযোগই দেয়নি বাংলাদেশ। ৫ ওভারে ২৮ রান তোলা উদ্বোধনী জুটি ভাঙেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। মাহফুজের স্পিন-ঘূর্ণির আঘাত শুরু ওয়াফিউল্লাহ তারাখিলকে বোল্ড করে। ৫ চারে ৩৬ বলে ২৭ রান করে যান তারাখিল।
আফগানিস্তানে ইনিংসে এর চেয়ে বেশি রান করেছেন শুধু হারুন খান। নয় নম্বরে আউট হওয়া এই ব্যাটসম্যান ৬২ বলে খেলে যান ৬৫ রানের ইনিংস। তার আগেই আফগান ব্যাটিং লাইন-আপে ধস নামান মাহফুজ। ১০ ওভার হাত ঘুরিয়ে ১ মেডেনসহ ২৯ রানে তুলে নেন ৬ উইকেট। টুর্নামেন্টে সব মিলিয়ে ১০ উইকেট নিলেন ১৭ বছর বয়সী এই বাঁহাতি। আরেক বাঁহাতি রাফিউজ্জামান নেন ৩৩ রানে ২ উইকেট।
রান তাড়ায় চতুর্থ ওভারেই ওপেনার আশিকুজ্জামানকে হারায় বাংলাদেশ। তার আগেই ডানহাতি এ উইকেটকিপার-ব্যাটসম্যান তিন চারে ১৩ বলে ১৭ রান করেন। তিনে নামা জিশান আলমও ছিলেন আক্রমণাত্মক- ৭টি বাউন্ডারিতে করেন ১৯ বলে ৩৫ রান। তৃতীয় উইকেট জুটিতে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৪৩) ও আরিফুল ইসলাম (২২) মিলে ৫৩ রান যোগ করলে সহজ জয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। একপর্যায়ে দুজনই আউট হলেও জয় এসেছে সহজেই।