সিলেটে সুখবরের অপেক্ষায় ‘ঘরের ছেলে’ জাকের আলী
ম্যাচের আগের দিন বলেই হয়তো বাংলাদেশ দলের মূল পেসারদের কেউই কাল অনুশীলনে বোলিং করেননি। গা গরমের পর কিছুক্ষণ ফিল্ডিং অনুশীলন করেই গতকাল হোটেলে ফিরেছিলেন তাসকিন-শরীফুলরা। অনুশীলন করেছেন মূলত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের সম্ভাব্য ব্যাটসম্যানরা। তাঁদের মধ্যে ছিলেন দলে সদ্য সুযোগ পাওয়া জাকের আলীও। পরে দলীয় সূত্রে জানা গেছে, আজকের ম্যাচে খেলার মতো মানসিকভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে জাকেরকে।
জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের গত বিপিএলের পরেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেয়েছিলেন। তবে সেবার ম্যাচ খেলা হয়নি জাকেরের। এবার আরেকটি বিপিএলের পর আরও একবার জাতীয় দলে সুযোগ হলো জাকেরের। সেটাও আরেকজনের চোটের কারণে।
শ্রীলঙ্কা সিরিজের জন্য গত মাসে ঘোষিত বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ছিলেন না জাকের। চোটে ছিটকে পড়া আলিস আল ইসলামের বদলি হিসেবে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। এবারের বিপিএলে ফিনিশারের ভূমিকায় ভালো করাই জাকেরের দলে ঢোকার মূল কারণ। ফিনিশারের ভূমিকায় ১৪ ম্যাচের ১০ ইনিংসে ব্যাটিং করে ৯১.৫০ গড় ও ১৪১ স্ট্রাইক রেটে করেছেন ১৯৯ রান, সর্বোচ্চ অপরাজিত ৪০ রান।
সব ঠিক থাকলে জাতীয় দলেও ফিনিশারের ভূমিকায় দেখা যাবে জাকেরকে। কাল বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলছিলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে লক্ষ্য থাকবে আমাকে যে রকম পরিকল্পনা দেবে, যে অবস্থায় যেভাবে খেলতে হবে, সেভাবে খেলা।’
২৫ বছর বয়সী জাকের সিলেটেরই ছেলে। জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেকও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিলেটের মাঠ নিয়ে তাঁর অভিজ্ঞতা জানতে চাইলে জাকের বলেন, ‘এই মাঠে আমার ভালো ভালো স্মৃতি আছে। আমার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক এই মাঠে। সব সময়ই এই মাঠে খেলা হয়। বিপিএলেও ভালো ভালো ইনিংস আছে এখানে। তবে আমার কাছে মনে হয়, মাঠ গুরুত্বপূর্ণ নয়, ওই দিনটায় নিজের সেরাটা দেওয়া গুরুত্বপূর্ণ। সেটাই চেষ্টা করব।’
জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতিও জানিয়েছেন জাকের, ‘ক্রিকেটার হিসেবে এটাই তো আমাদের প্রধান লক্ষ্য—দেশকে প্রতিনিধিত্ব করা। এই সুযোগটা পেয়েছি। সুযোগটা হলে অবশ্যই পরিপূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করব।’
পরে যোগ করেন, ‘ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার ইচ্ছা ছিল। সব সময় ইচ্ছা ছিল নিজেকে পরিপূর্ণ করে জাতীয় দলে আসা। বিপিএল ভালো পারফরম্যান্স হওয়ার কারণে সেটা হয়েছে। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার।’