২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘৪০০ কোটি লাভ করেন, তবু ক্ষোভ কেন’

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগএক্স

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলের ওপর ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কার প্রকাশ্য ক্ষোভ প্রকাশের তীব্র সমালোচনা করেছেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক ওপেনার বলেছেন, ব্যবসায়ীরা শুধু লাভ-ক্ষতিই বোঝেন। আইপিএল থেকে ৪০০ কোটি রুপি লাভ থাকলেও তিনি ক্ষুব্ধ কেন?

৮ মে লক্ষ্ণৌ সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হেরে যাওয়ার পর গোয়েঙ্কাকে মাঠে অধিনায়ক রাহুলের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয়। ভারতীয় পেসার মোহাম্মদ শামি স্টেডিয়ামের ভেতরে ক্যামেরা ও মানুষজনের সামনে এভাবে আচরণের ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক গোয়েঙ্কা ভারতের আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান। দলের খেলা থাকলে তিনি মাঠে বসে খেলা দেখে থাকেন। গত বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দলকে খুব বাজেভাবেই হারতে দেখেছেন তিনি। লক্ষ্ণৌর ৪ উইকেটে ১৬৫ রান মাত্র ৯.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই টপকে যায় হায়দরাবাদ।

ম্যাচ শেষ হওয়ার পরপর মাঠে নেমে রাহুলের সঙ্গে কথা বলতে দেখা যায় গোয়েঙ্কাকে। হাত ও চেহারার অভিব্যক্তিতে বোঝা যাচ্ছিল অধিনায়কের সামনে ক্ষোভ প্রকাশ করছেন তিনি। এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর নেটিজেনরা গোয়েঙ্কার বিরুদ্ধে ‘টাকার গরম’ দেখানোর অভিযোগ তোলে। পরে লক্ষ্ণৌর একটি সূত্র পিটিআইকে জানায়, রাহুলকে সামনের মৌসুমে নাও রাখতে পারে লক্ষ্ণৌ।

আরও পড়ুন

লক্ষ্ণৌর রাহুল-গোয়েঙ্কা বিষয় নিয়ে ক্রিকবাজে কথা বলেন শেবাগ। দল হারলেও আর্থিকভাবে ক্ষতি হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এই সব ব্যবসায়ীরা বোঝে শুধু লাভ-ক্ষতি। কিন্তু এখানে তো তাঁর কোনো ক্ষতিও হয়নি। তাহলে কী নিয়ে এত ক্ষুব্ধ? আপনি ৪০০ কোটি রুপি আয় করেন। এটা এমন ব্যবসা, যেখানে আপনার নিজের কিছুই করার নেই। এখানে কাজ করার জন্য অন্যরা আছে। যা-ই ঘটুক না কেন, আপনি তো লাভ করছেন।’

ভারতের সাবেক ওপেনারের মতে, ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সম্পৃক্ত থাকা উচিত শুধু ইতিবাচক আচরণে, ‘আপনার কাজ খেলোয়াড়দের উদ্দীপিত করা। যে ঘটনাটা ঘটেছে, এই খেলোয়াড় চলে যেতে চাইলে তো নেওয়ার জন্য আরও ফ্র্যাঞ্চাইজি আছে। আর আপনি যদি একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেন, আপনার জেতার সুযোগ তো শূন্য।’

এবারের আইপিএলে লক্ষ্ণৌর এখনো প্লে-অফ খেলার সম্ভাবনা আছে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে রাহুলের দল।

আরও পড়ুন