ভিসা জটিলতায় এবার ভারতে প্রবেশে সমস্যা রেহানের
আবারও ভারতে ঢুকতে গিয়ে ভিসা সমস্যায় পড়ল ইংল্যান্ড ক্রিকেট দল। এবার ঝামেলা হয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত আরেক ক্রিকেটার রেহান আহমেদকে নিয়ে। এর আগে সিরিজ শুরুর আগে দলের সঙ্গে ভারতে যেতে পারেননি শোয়েব বশির। ভিসা সমস্যা মিটিয়ে পরে দলে যোগ দিয়েছিলেন বশির।
বিশাখাপট্টনমে দ্বিতীয় টেস্টের পর ইংল্যান্ড ক্রিকেট দল আবারও চলে যায় সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবিতে ১০ দিন কাটিয়ে গতকাল ভারতে ফিরেছে দলটি। তৃতীয় টেস্টের ভেন্যু রাজকোটের বিমানবন্দরেই ঝামেলা হয়েছে রেহানকে নিয়ে। ভারতের অভিবাসন কর্মকর্তারা আটকে দিয়েছিলেন তরুণ এই লেগ স্পিনারকে।
ঝামেলাটা হয়েছে রেহানের সিঙ্গেল–এন্ট্রি ভিসা নিয়ে। যারা সিঙ্গেল-এন্ট্রি ভিসা নিয়ে ভারতে যান, তাঁরা ভারত ছাড়ার পর ভিসার মেয়াদ থাকলেও ওই ভিসা নিয়ে আবারও ভারতে প্রবেশ করতে পারেন না। তাঁদের নতুন করে ভিসা নিতে হয়।
রেহানকে অবশ্য বিমানবন্দরে আটকে রাখেনি অভিবাসন কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, বিশেষ ব্যবস্থায় রেহানকে দলের সঙ্গে যেতে দেওয়া হয়েছে, ‘ইংল্যান্ড দলকে দুই দিনের মধ্যে নতুন করে রেহানের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ওই খেলোয়াড় দলের অন্যদের সঙ্গেই ভারতে প্রবেশের অনুমতি পেয়েছেন। মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলনও করবেন।’
আবুধাবি থেকে ভাড়া করা উড়োজাহাজে চড়ে সরাসরি রাজকোটে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। রাজকোট বিমানবন্দরে এটাই কোনো আন্তর্জাতিক ফ্লাইটের প্রথম অবতরণ। সে উপলক্ষে অস্থায়ীভাবে ইমিগ্রেশন কাউন্টার স্থাপন করা হয়। জামনগর থেকে কর্মকর্তাদের নিয়ে যাওয়া হয় সেখানে। ইংল্যান্ড দলের সঙ্গে থাকা ৩১ জনের মধ্যে ৩০ জনই কোনো ঝামেলা ছাড়াই ইমিগ্রেশন সম্পন্ন করেন।
এদিকে গতকাল সোমবার ইংল্যান্ডের আরেক খেলোয়াড় ওলি রবিনসন জানান, একদম শেষ মুহূর্তেই ভারতের ভিসা পেয়েছিলেন তিনি। গত মাসে আবুধাবি থেকে হায়দরাবাদের বিমানে ওঠার আগের রাতে রবিনসন জানতে পারেন, কাগজপত্রে ভুলের কারণে তাঁর ভিসা হয়নি। পরের দিন সকালে ভিসা পান রবিনসন।
চ্যাটিং বলস নামের নিজের পডকাস্টে এ ঘটনার কথা জানিয়েছেন রবিনসন, ‘ওটা ছিল ইসিবির ভুল। চিঠি বা নামের ভুলের কারণে ভিসা হয়নি। ইসিবির এক কর্মকর্তা বলেন, আমাকে হয়তো আরেকটা রাত আবুধাবিতে থেকে যেতে হবে। সেটি দু-তিন রাতও হতে পারত। ভাগ্য ভালো যে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ভালো একটি খবর পেলাম। ওয়েইন জানালেন ভিসা হয়ে গেছে।’
আগামী বৃহস্পতিবার শুরু হবে রাজকোট টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। হায়দরাবাদে প্রথম টেস্টে জিতেছে ইংল্যান্ড। বিশাখাপট্টনমে দ্বিতীয় টেস্টটা জিতে সমতায় ফিরিয়েছে ভারত।