শিরোপা জিতে রোহিত, ‘এর জন্য মরিয়া ছিলাম’

আহ্‌, কী শান্তি! শিরোপা জয়ের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মাএএফপি

ক্যারিয়ারে কত অর্জন তাঁর। কত রান করেছেন, কত মাইলফলক পেরিয়েছেন, জিতেছেন কত ম্যাচ। অধিনায়ক রোহিত শর্মার অর্জনও কম নয়। কিন্তু অধিনায়ক হিসেবে একটা বৈশ্বিক শিরোপার অভাব ছিল তাঁর। সেই শিরোপা জিততে মরিয়া হয়ে পড়েছিলেন তিনি।

অবশেষে গতকাল সেই অর্জন ধরা দিল রোহিতকে। বার্বাডোজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এই শিরোপা জয়ের পর আবেগে আপ্লুত রোহিত নিজেই ঘোষণা দিলেন, এটা তাঁর ক্যারিয়ারের সেরা অর্জন। এই ট্রফি জয়ের জন্য মরিয়া ছিলেন তিনি।

আরও পড়ুন
শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে ভারতের খেলোয়াড়দের উচ্ছ্বাস
রয়টার্স

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘এটাকেই সেরা সময় বলতে হবে। আমি এটাই বলতে পারি। এর কারণ, যতটা মরিয়া হয়ে আমি এটা জিততে চেয়েছি।’
রোহিত এরপর যোগ করেন, ‘এতগুলো বছর ধরে আমি যত রান করেছি, এটা একটা ব্যাপার। কিন্তু আমি পরিসংখ্যানের ভক্ত নই। আমি ভারতের জন্য ম্যাচ জয়ের কথা ভাবি, ভারতের জন্য ট্রফি জয়ের কথা ভাবি। সব সময় আমি এটার দিকেই তাকিয়ে থাকি।’

স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পর ৭ রানে জেতা ফাইনাল শেষে রোহিতের শরীরী ভাষাও বলছিল, ট্রফিটি পেয়ে তিনি আবেগে কতটা ভেসে গেছেন আর কতটাই বা স্বস্তি পেয়েছেন! ম্যাচ শেষে মাঠেই শুয়ে পড়েছেন রোহিত। সেটা ছিল দেখার মতো এক দৃশ্য—মাঠে শুয়ে পড়ে পরম স্বস্তিতে চোখ বুজে আছেন রোহিত।

আরও পড়ুন
ট্রফি জিতেই টি–টোয়েন্টিকে বিদায় বলেছেন রোহিত–কোহলি
বিসিসিআই

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোহিতের সামনে বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেছেন, ‘আমি এটা খুব করে চেয়েছি। ওই মুহূর্তটার কথা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমি তখন কী ভাবছিলাম, সেটা বলতে চাই না। আমি বলতে চাই না, তখন আমার মনের মধ্যে কী চলছিল। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব আবেগের মুহূর্ত ছিল।’

রোহিত এখানেই থামেননি। তিনি বলে চলেন, ‘যদি আমি নিজে মুহূর্তটা ধরে রাখতে পারতাম; কিন্তু সেটা হয় না। আপনি এটা করতে পারবেন না। কিন্তু আমি এটা সব সময় মনে রাখব। এমন মুহূর্তের জন্যই আপনি অপেক্ষা করেন এবং (তখন কী করবেন) পরিকল্পনা করেন না। এটা ঘটে যায়। কারণ, আপনি নির্দিষ্ট একটা বিষয়ের জন্য জীবনে মরিয়া থাকেন। আমার জীবনে এটার জন্য আমি মরিয়া ছিলাম। খুব খুশি যে এবার আমরা সীমানা অতিক্রম করতে পেরেছি।’

আরও পড়ুন