এবার ৪২ ওভারে নেমে এল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

বৃষ্টির আগে অপরাজিত ছিলেন রিজওয়ানএএফপি

বৃষ্টিতে ম্যাচটি ৪৫ ওভারে নেমে এসেছিল আগেই। আরেক দফা বৃষ্টির পর এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি নেমে এসেছে ৪২ ওভারে। এর আগে ২৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছিল পাকিস্তান। শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে ধুঁকছিল তারা।

বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান, তিনি ব্যাটিং করছিলেন ২২ রানে। বিরতির ঠিক আগে আউট হন মোহাম্মদ নেওয়াজ। টসে জিতে আগে ব্যাটিং করছে পাকিস্তান।

৪২ ওভারে নেমে আসার পর ৩ জন বোলার করতে পারবেন ৮ ওভার করে। দুজন করতে পারবেন ৯ ওভার করে।

আরও পড়ুন

এ ম্যাচ শুরুর আগে থেকেই বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টিতে এর আগে নির্ধারিত সময়ে হতে পারেনি টস। বিকেল ৩টার একটু আগে সিদ্ধান্ত হয়, আর বৃষ্টি না হলে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় টস হবে। আর খেলা শুরু হওয়ার কথা ছিল ৩-৪৫ মিনিটে। কিন্তু আবারও বৃষ্টি শুরু হওয়ায় অপেক্ষা বাড়ে।

এরপর বিকেল ৫-১০ মিনিটের দিকে বৃষ্টি থামে। মাঠ পর্যবেক্ষণের পর খেলা শুরুর সময় জানান আম্পায়াররা। ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় ৫-৪৫ মিনিটে।

পাকিস্তানকে চেপে ধরেছে শ্রীলঙ্কা
এএফপি

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের এ ম্যাচটি কার্যত সেমিফাইনাল। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কা—দুই দলকেই হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আজকের ম্যাচে যারা জিতবে, তারা আগামী ১৭ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের সঙ্গী হবে।

বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে পাকিস্তানের। সে ক্ষেত্রে নেট রানরেটে এগিয়ে থাকায় ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। ফাইনালের দৌড় থেকে বাংলাদেশ ছিটকে গেছে আগেই।