নিগারদের ৭ উইকেটে হারিয়ে সমতায় শ্রীলঙ্কা

ব্যাটিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ দলফাইল ছবি

জিতলেই সিরিজ জয়। সেটাও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে। বাংলাদেশ নারী দল সে সুযোগ হাতছাড়া করল ৭ উইকেটের হারে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আগে ব্যাট করে ১০০ রানে অলআউট হয় নিগার সুলতানার দল।

এ লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতে হেসেখেলে টপকে যায় স্বাগতিকেরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচ ছিল এটি। বাংলাদেশ দল প্রথম ম্যাচ জেতায় সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়। আগামীকাল একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলবে দুই দল।

আরও পড়ুন

বরাবরের মতো আজ শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দেন দলটির অধিনায়ক চামিরা আতাপাত্তু। ২৭ বলে ৩৩ রান করে বাকিদের কাজটা সহজ করে দেন তিনি। ৬টি চার ও ১টি ছক্কা ছিল আতাপাত্তুর ১২২ স্ট্রাইক রেটের ইনিংসে। লেগ স্পিনার রাবেয়া খানের বলে ৬.২ ওভারের সময় আউট হন।

আরেক ওপেনার বিশ্মি গুনারত্নে অবশ্য ১০ ওভার পর্যন্ত টিকে ছিলেন। কিন্তু হাত খুলে খেলতে পারেননি। ১৭ বল খেলে ১২ রান করে আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুনের শিকার হন তিনি। নিলাকশি ডি সিলভাও ১২তম ওভারে ফাহিমার শিকার হয়ে মাঠ ছাড়েন।

শ্রীলঙ্কার রান তখন ৩ উইকেটে ৬৮। মাঝের ওভারে স্পিন দিয়ে প্রতিপক্ষকে কিছুটা চাপে ফেললেও সেটি দ্রুতই কাটিয়ে ওঠেন হার্শিথা সামাবিক্রমা ও কাভিশা দিলহারি। দুজন মিলে অপরাজিত থেকে ১৮.৩ ওভারে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন। হার্শিথা ৪২ বলে ২৯ রান করেন, কাভিশা ১৮ বলে ২০।

বাংলাদেশের ব্যাটিং যে অনেকটাই অধিনায়ক নিগারনির্ভর, সেটি আজ আরও একবার প্রমাণিত হলো। আগের ম্যাচ অপরাজিত ফিফটি করা নিগারের ইনিংস আজ দীর্ঘ হয়নি। এতে ভুগতে হয়েছে বাংলাদেশ দলকে। যদিও টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব মন্দ হয়নি বাংলাদেশের। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিলেন দুই ওপেনার শামিমা সুলতানা ও রুবাইয়া হায়দার।

আরও পড়ুন

১৮তম ওভারে রুবাইয়াকে বোল্ড করে জুটি ভাঙেন উদেশিকা প্রাবোধিনি। ৩ চারে ১৭ বলে ১৬ রান করেন বাঁহাতি ওপেনার। ৩ নম্বরে নামা সোবহানা মুস্তারিকে নবম ওভারে দলীয় ৫০ পূর্ণ করেন শামিমা। ওই ওভারেই ইনোকা রানাবিরা বলে আউট হন তিনি। ৩ চারে ১৮ বলে ২৩ রান করেন শামিমা। ১৮ রান করা সোবহানা আউট হন কায়া কাভিন্দির বলে।

এরপর মুর্শিদা খাতুন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ইনিংসের একমাত্র ছক্কায় ১০ বলে ১৪ রান করেন বাঁহাতি ব্যাটার। ব্যাটিংয়ের মূল ভরসা নিগারের ব্যাট থেকে এসেছে ৭ রান, তিনি খেলেছেন ১৭ বল। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন উদেশিকা, সুগন্ধিকা, ইনোকা, কাভিশা।

আরও পড়ুন