২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রমজান মাসে যখন শুরু হবে আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলো

তিন সংস্করণ ক্রিকেটের সফরটি শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে সিরিজ দিয়েছবি: শামসুল হক

সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে ওয়ানডে ম্যাচ দুপুর ১২টা ও টি-টোয়েন্টি ম্যাচ শুরু হচ্ছিল বেলা ৩টায়। তবে আয়ারল্যান্ড সিরিজে বদলে যাচ্ছে সে সময়। ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে বেলা ২টায়, ২০ তারিখের ম্যাচও শুরু সে সময়েই।

তবে ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে রমজান মাসে পড়তে পারে বলে সেটি আধা ঘণ্টা পিছিয়ে শুরু হবে ২টা ৩০ মিনিটে। একইভাবে রোজার কারণে চট্টগ্রামে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বেলা ২টায়। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ইফতারের আগে ম্যাচ শেষ করতেই এমন সময় রাখা হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো তিন সংস্করণের সিরিজ খেলতে আগামীকাল সকালে ঢাকা এসে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। ঢাকায় নেমেই আবার সিলেটের বিমান ধরবে আইরিশরা। সফরে আসার আগে বাংলাদেশ সফরের জন্য ঘোষিত তিন সংস্করণের আইরিশ দলে পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ সফরে আসছেন না ওয়ানডে দলে থাকা অলরাউন্ডার জস লিটল
ছবি: টুইটার
আরও পড়ুন

পিএসএল ও আইপিএলের কারণে বাংলাদেশ সফরে আসছেন না ওয়ানডে দলে থাকা অলরাউন্ডার জস লিটল। পড়াশোনার কারণে এ সফর থেকে ছুটি নিয়েছেন টি-টোয়েন্টি দলে থাকা কনর ওলফার্ট। চোটের কারণে তিন সংস্করণের দল থেকেই ছিটকে গেছেন ব্যারি ম্যাকার্থি। এই তিনজনের পরিবর্তে  তিন সংস্করণের দলেই সুযোগ পেয়েছেন দেশের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেলা ফিওন হ্যান্ড ও টম মেয়াসকে।

তিন সংস্করণ ক্রিকেটের সফরটি শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে। তিনটি ওয়ানডেই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ, প্রথম ম্যাচ ২৭ মার্চ। আর সফরের একমাত্র টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

আরও পড়ুন