‘মানুষ ভুল করে, ভুল থেকে শেখে, সামনে এগিয়ে যায়’—ফিক্সিং নিয়ে আমির
২০০৯ থেকে ২০২৪—বছরের হিসাবে মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ দীর্ঘ। কিন্তু ১৫ বছরের ক্যারিয়ারে প্রায় ৯ বছরই তিনি পাকিস্তান দলের বাইরে ছিলেন। পাঁচ বছর স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞায়, সাড়ে তিন বছরের বেশি সময় স্বেচ্ছায় অবসর নেওয়ায়।
৩২ বছর বয়সী আমির টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও জাতীয় দলে ফিরেছেন। যে ফেরায় খুশি নন সাবেকদের কয়েকজন। কেউ স্পট ফিক্সিংয়ের কারণে তাঁকে সুযোগ দেওয়ার বিপক্ষে আর কেউবা ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত ম্যাচ না খেলার দিকে ইঙ্গিত করেছেন। সমালোচকদের তোলা এসব প্রসঙ্গে মুখ খুলেছেন আমির।
২০১০ লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করায় আমিরকে কোনোমতেই ক্ষমা করার পক্ষে নন রমিজ রাজা। গত মার্চে আমির জাতীয় দলে ফেরার আগে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেছিলেন, তাঁর নিজের ছেলেও ফিক্সিং করলে তিনি ক্ষমা করতেন না। আমিরকেও তাই পাকিস্তানের জার্সি গায়ে দেখতে চান না। হাফিজ মোহাম্মদ ইমরানের ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে আমিরকে রমিজের কথাটি মনে করিয়ে দেওয়া হয়।
ঝাঁজালো কোনো উত্তর অবশ্য আমির দিলেন না, ‘প্রত্যেকেই নিজের মত দিতে পারে। মুখ তো বন্ধ করা যাবে না। আমি নিজেও টিভিতে ক্রিকেট নিয়ে বলতে গেলে যেটা নিজে অনুভব করি সেটাই বলি। কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ না করে ক্রিকেটের জন্যই বলি। ফিক্সিংয়ের ঘটনাটা ২০১০ সালের, এখন ২০২৪। ১৪ বছর পার হয়ে গেছে। আমি ওটা থেকে বেরিয়ে এসেছি। মানুষ ভুল করে, ভুল থেকে শেখে, সামনে এগিয়ে যায়। উনি এখনো আগের জায়গায় পড়ে আছেন। কেন সেটা উনিই ভালো জানেন। আমি এ বিষয়ে আর কথা না বলাই ভালো মনে করি।’
২০২০ সালের শেষ দিকে পাকিস্তান দল থেকে অবসর নেওয়ার পর যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন আমির। নিয়মিত পিএসএল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও পাকিস্তানের অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় খেলেননি। আমিরকে দলে ফেরাতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার নিয়ম এড়িয়ে যাওয়া হয়েছে বলে ইঙ্গিত করেছেন মোহাম্মদ হাফিজ ও কামরান আকমল।
আমির এ ক্ষেত্রে সংস্করণের বিষয়টি তুলে ধরে বলেন, ‘আমিও বিশ্বাস করি, পাকিস্তান দলে খেলোয়াড় নির্বাচন করা উচিত ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে। আমি এখন টি-টোয়েন্টি দলে ফিরেছি। পাকিস্তানের ঘরোয়ায় টি-টোয়েন্টির সবচেয়ে বড় টুর্নামেন্ট পিএসএল, যেখানে আমি নিয়মিত খেলছি। তাহলে আমার টি-টোয়েন্টি দলে ফেরায় নিয়মভঙ্গ কীভাবে হলো? টেস্ট, ওয়ানডে দলে ঢুকতে চাইলে আমাকে ওই দুই সংস্করণের ঘরোয়ায় ভালো করতে হবে। কিন্তু টি-টোয়েন্টিতে তো আমি আছিই।’