‘আমারই ভুল’, সরফরাজের রানআউট নিয়ে বললেন জাদেজা

রানআউটের হতাশা নিয়ে সরফরাজ খান যখন মাঠ ছাড়ছিলেন ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্ডরসন করছিলেন উচ্ছ্বাসএএফপি

রবীন্দ্র জাদেজা তখন ৯৯ রানে অপরাজিত। জেমস অ্যান্ডারসনের একটি ডেলিভারি মিড-অনে ঠেলে দিয়ে রান চুরি করে নিতে চেয়েছিলেন। কিন্তু বল সরাসরি চলে গিয়েছিল মিড-অনে দাঁড়িয়ে থাকা মার্ক উডের হাতে। বিপদ বুঝতে পেরে নন-স্ট্রাইকে থাকা সরফরাজ খানকে রানের জন্য ডেকে আবার ফিরিয়ে দেন জাদেজা। কিন্তু ফিরতে পারলেন কই সরফরাজ! উডের সরাসরি থ্রোয়ে রানআউট হয়ে গেলেন তিনি।

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে দারুণ খেলছিলেন সরফরাজ। কিন্তু ৬৬ বলে তাঁর ৬২ রানের ইনিংসের ‘অপমৃত্যু’ হয় রানআউটে। আউট হয়ে মাঠ থেকে ফেরার সময় সরফরাজের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল হতাশাটা! ড্রেসিংরুমে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। সরফরাজের সেই আউট নিয়ে পরে নিজের ভুল স্বীকার করে নিলেন ভারতীয় অলরাউন্ডার জাদেজাও।

আরও পড়ুন
সেঞ্চুরির পর রবীন্দ্র জাদেজার উদ্‌যাপন
এএফপি

সরফরাজ রানআউট হয়ে ফিরলেও জাদেজা দিন শেষে অপরাজিত ১১০ রানে। রাজকোট টেস্টের প্রথম দিনের খেলা ভারত শেষ করেছে ৫ উইকেটে ৩২৬ রান তুলে। দিনের খেলা শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে সরফরাজের কাছে যেন একপ্রকার ক্ষমাই চাইলেন জাদেজা। সরফরাজকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘খারাপ লাগছে। এটা আমার ভুল কল ছিল। ভালো খেলেছ।’

জাদেজা ভুল স্বীকার করলেও এই আউট নিয়ে দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে কোনো আক্ষেপ না থাকার কথাই বলেছেন সরফরাজ, ‘এটা খেলারই অংশ। ক্রিকেটে ভুল–বোঝাবুঝি হয়ই। কখনো কখনো রানআউট হবে। কখনো আবার আপনি রান পাবেন।’

আরও পড়ুন