ফ্রেজার–ম্যাগার্কের ১৮ বলে ৬৫ রান, তবু হায়দরাবাদের কাছে দিল্লির বড় হার

আরেকটি ছক্কা মারছেন দিল্লির অস্ট্রেলীয় ব্যাটসম্যান জেইক ফ্রেজার–ম্যাগার্কবিসিসিআই

২৬৭ রানের লক্ষ্য। দিল্লিতে আজ ম্যাচ জিততে বিশ্ব রেকর্ডই করতে হতো দিল্লি ক্যাপিটালসকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসে এত বেশি রান করে জিততে পারেনি কোনো দল। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানই অবশ্য ২৬২। এবারের আইপিএলে এত রান করেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৫ রান হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মারকাটারি শুরুর পরও আজ সেই হায়দরাবাদের কাছে বড় ব্যবধানেই হেরেছে দিল্লি। প্রথম ৮ ওভারে ১৩১ রান তুললেও দিল্লি শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৯৯ রানে অলআউট। ৬৭ রানের জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে গেছে হায়দরাবাদ। সাত ম্যাচের ৫টিতে জেতা দলটির ওপরে আছে শুধু রাজস্থান রয়্যালস (৭ ম্যাচে ১২ পয়েন্ট)। অন্যদিকে অষ্টম ম্যাচে পঞ্চম হারের স্বাদ পেল দিল্লি।

আরও পড়ুন

পাওয়ার প্লেতে ১২৫ রান তুলে বিশ্ব রেকর্ড গড়া হায়দরাবাদ প্রথম ওভারের পঞ্চম বলে ফেরায় পৃথ্বী শ’কে। প্রথম চার বলেই চার মারা শ ওয়াশিংটন সুন্দরের করা পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে কাভারে আবদুল সামাদের হাতে ক্যাচ তোলেন। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ৩ বলে ১ রান করে ফেরেন দ্বিতীয় ওভারের শেষ বলে। ততক্ষণে অবশ্য ২৫ রান তুলে ফেলে দলটি।

পঞ্চম জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ
বিসিসিআই

এরপর অভিষেক পোরেলকে নিয়ে ৪ ওভারেই ৮৪ রানের জুটি গড়েন জেইক ফ্রেজার-ম্যাগার্ক। লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান ৫ চার ও ৭ ছক্কায় ১৮ বলেই করেছেন ৬৫ রান। এর ৩০ রানই অস্ট্রেলীয় ব্যাটসম্যান করেছেন সুন্দরের করা তৃতীয় ওভারে। ১৫ বলে ৫০ ছোঁয়া ফ্রেজার-ম্যাগার্ক ১৮তম বলে লেগ স্পিনার মায়াঙ্ক মারকান্ডের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। ২২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪২ রান করা পোরেল ফেরেন ২ ওভার পরেই দলকে ১৩৫ রানে রেখে।

আরও পড়ুন

এরপরই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় দিল্লি। ১০ থেকে ১৫—এই ৬ ওভারে দলটি ২ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ২৮ রান। অধিনায়ক ঋষভ পন্ত এরপর শুধু ব্যবধান কমানোর কাজটিই করেছেন। উইকেটকিপার ব্যাটসম্যান ৩৫ বলে ৪৪ রান করে আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে।  

দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত
বিসিসিআই

এর আগে হায়দরাবাদ আইপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ইনিংস গড়ে দুই ওপেনার ট্রাভিস হেড (৩২ বলে ৮৯) ও অভিষেক শর্মার (১২ বলে ৪৬ রান) ঝড়ে।

আরও পড়ুন