চোটের কারণে বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন লঙ্কান পেসার মাতিশা পাতিরানা। হ্যামস্ট্রিংয়ের গ্রেড ১ চোটে আজ তাঁর খেলা হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ খবরটি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সিরিজের দ্বিতীয় ম্যাচেই বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ছিলেন এই পেসার। সে ম্যাচে নিজের স্পেলের চতুর্থ ওভার শেষও করতে পারেননি। তখন থেকেই সিরিজ নির্ধারণী টি–টোয়েন্টিতে তাঁর খেলা নিয়ে শঙ্কা ছিল।
পাতিরানার জন্য বাংলাদেশ সিরিজটি মিশ্র অনুভূতির। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর ম্যাচে ৪ ওভার বল করে ৫৬ রান দিয়েছেন। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান। চোটে পড়ার আগে ৩.৪ ওভার বল করে ২৮ রানে নেন ২ উইকেট। যদিও সে ম্যাচটাতে হেরে যায় শ্রীলঙ্কা। পাতিরানার কোনো বদলির নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কা।
পাতিরানার ছিটকে যাওয়ার ম্যাচে ফিরছেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এই স্পিনার। নিষেধাজ্ঞা শেষ করে তৃতীয় টি–টোয়েন্টিতে মাঠে নামবেন তিনি।
চোট ছিল বাংলাদেশের পেসার শরীফুল ইসলামেরও। দ্বিতীয় ম্যাচে বল ধরতে গিয়ে চোট পাওয়ার পর শরীফুল গতকালও বিশ্রামে ছিলেন। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে গতকাল যদিও সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শরীফুলকে নিয়ে চিন্তার কিছু নেই।
সিরিজের এই তৃতীয় ও শেষ ম্যাচে জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি–টোয়েন্টি সিরিজ হারাবে বাংলাদেশ। সিরিজে প্রথম ম্যাচে ৩ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় জয়ে ঘুরে দাঁড়িয়েছে নাজমুল হোসেনের দল। সিলেটে আজ বেলা তিনটায় মুখোমুখি হবে দুই দল।