আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শুরু ভারতের সুপার এইট

আফগানিস্তানের আরও একটি উইকেটের পতন। উচ্ছ্বাস ভারতীয়দেরএএফপি

আভাসটা রোহিত শর্মা টসের সময়ই দিয়েছিলেন। ইনিংস যত গড়াবে, ততই মন্থর হবে বার্বাডোজের ন্যাড়া উইকেট। সে জন্যই টসে জিতে ভারত অধিনায়কের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। কিন্তু এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার ফজলহক ফারুকি গতকালও আফগানদের ভালো শুরু এনে দেন। রোহিতের উইকেট নিয়ে ভারতকে শুরুতেই চাপে ফেলেন এই বাঁহাতি পেসার।

বিরাট কোহলি ও ঋষভ পন্ত অবশ্য শুরুর ধাক্কাটা সামলে নিয়েছিলেন। দুজনের সৌজন্যে পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৪৭ রান তুলে ফেলে ভারত। কিন্তু পন্তের পর দ্রুতই কোহলিও আউট হয়ে যাওয়ায় মাঝের ওভারে আবারও বিপদে পড়ে ভারত। সেখান থেকে ভারতকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। তাঁর ৫৩ রানের সৌজন্যে ভারত ৮ উইকেটে ১৮১ রান করে। আফগানদের জন্য যা বরাবরই কঠিন লক্ষ্য ছিল। রান তাড়ায় দলটি শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে অলআউট হয়েছে ১৩৪ রানে। ৪৭ রানের বড় জয়ে সুপার এইট শুরু করেছে ভারত।

২৬ রানে ভারতের ৩ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি রশিদ খান
আইসিসি

আফগানদের ইনিংসের শুরু থেকেই ভুগিয়েছেন যশপ্রীত বুমরা। পাওয়ারপ্লেতেই আফগানদের ৩ উইকেটের ২টি নিয়েছেন তিনি। দারুণ ফর্মে থাকা রহমানউল্লাহ গুরবাজের পর আক্রমণাত্মক হজরতউল্লাহ জাজাইকে ফেরান বুমরা। অক্ষর প্যাটেলের বলে থামে আফগান ব্যাটিংয়ের ভিত্তি ইব্রাহিম জাদরান। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা আফগানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝের ওভারে গুলবাদিন নাইব (১৭) ও আজমতউল্লাহ ওমরজাইয়ের (২৬) ৪৪ রানের জুটি আফগানদের রানটাকে এক শ’র ওপারে নিয়েছে। ৩টি করে উইকেট নিয়েছেন বুমরা ও অর্শদীপ।

ভারত তাদের ইনিংসের শুরুতে রোহিতের (৮) উইকেট হারায়। ভারতের রান তখন ২.৪ ওভারে ১১। পন্ত এসে কাটিয়ে তোলেন সে পরিস্থিতি। তিনে নেমে প্রথম বলেই ফারুকিকে স্কয়ার লেগ দিয়ে চার মারেন এই বাঁহাতি। মোহাম্মদ নবীর করা পাওয়ারপ্লের শেষ ওভারে তুলে নেন আরও ৩টি চার। ভাগ্যও ভালো পন্তের। সে ওভারে তাঁর ক্যাচ ফেলেছেন নাভিন উল হক। পন্তের রান তখন ছিল ৪ বলে ১১।

পরের ওভারেই অবশ্য রশিদ এসে তাঁকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। ১১ বলে ২০ রানে থামে পন্তের ইনিংস। নিজের পরের ওভারে তিনি তুলে নেন বিরাট কোহলিকে। ২৪ বলে ১ ছক্কায় ২৪ রান করে লং অফে নবীকে ক্যাচ দেন তিনি। ভারতের রান তখন ৩ উইকেটে ৬২। শিবম দুবের (১০) ইনিংসও বড় হতে দেননি রশিদ। দলের বিপদের সময় সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়ার ৩৭ বলে ৬০ রানের জুটি রানটাকে দেড় শর ওপারে নিয়ে যায়। সূর্যকুমার ৫৩ রান করেছেন মাত্র ২৮ বলে, পান্ডিয়া করেছেন ২৪ বলে ৩৪ রান। শেষের দিকে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানে ভারত ১৮১ রানে পৌঁছে যায়। আফগানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রশিদ ও ফারুকি।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৮১/৮ (সূর্যকুমার ৫৩, পান্ডিয়া ৩২, কোহলি ২৪, পন্ত ২০, অক্ষর ১২, দুবে ১০; রশিদ ৩/২৬, ফারুকি ৩/৩৩, নাভিন ১/৪০)।

আফগানিস্তান: ২০ ওভারে ১৩৪ (ওমরজাই ২৬, গুলবাদিন ১৭, নবী ১৪; বুমরা ৩/৭, অর্শদীপ ৩/৩৩, কুলদীপ ২/৩২, অক্ষর ১/১৫, জাদেজা ১/২০)।

ফল: ভারত ৪৭ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সূর্যকুমার যাদব।