হেডের চোট নিয়ে অস্ট্রেলিয়ার মাথাব্যথা
অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কাই হবে!
অ্যারন ফিঞ্চের অবসরের পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব সামলাচ্ছেন ট্রাভিস হেড। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত হেড রান করেছেন ইনিংসপ্রতি ৬০.৮৪ গড়ে। মোট ৭৯১ রান এসেছে ১১৯.৮৪ স্ট্রাইক রেটে। পরিসংখ্যান বলছে, শুধু অস্ট্রেলিয়ার নয়, ফর্মের বিচারে এ মুহূর্তে বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা হেড। এমন ছন্দে থাকা একজনকে বিশ্বকাপে শুরুর দিকে না–ও পেতে পারে অস্ট্রেলিয়া। এমনকি পুরো বিশ্বকাপেই তাঁর না খেলার শঙ্কা আছে।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ রানে ব্যাট করার সময় জেরাল্ড কোয়েৎজির বল হেডের বাঁ হাতের গ্লাভসে লাগে। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং শুরু করলেও ব্যথার কারণে তিন বলের বেশি ক্রিজে থাকতে পারেননি। তীব্র ব্যথার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। পরে এক্স-রেতে হেডের হাতে চিড় ধরা পড়ে।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড হেডের চোট নিয়ে বলেছেন, ‘এটি নিশ্চিত যে তাঁর হাতে চিড় ধরা পড়েছে। হেডের সেরে উঠতে কত দিন লাগবে তা এখনই বলা কঠিন। আমি কোনো চিকিৎসক নই। তবে মনে হচ্ছে, তর্জনীর একটু ওপরের দিকে লেগেছে। আমি সঠিক পরিভাষা জানি না। কিন্তু এটা নিশ্চিত যে চিড় ধরেছে। তাঁর আগামীকাল (আজ) আরও কিছু স্ক্যান করা হবে। তারপরই বিষয়টি পরিষ্কার হবে।’
হেড বিশ্বকাপ থেকে ছিটকে গেলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হতে পারে মারনাস লাবুশেনের। ডানহাতি এ ব্যাটসম্যান চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম ওয়ানডেতে ৮০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরিও (১২৪) তুলে নেন। লাবুশেন অবশ্য হেডের মতো ওপেনিংয়ে খেলেন না।
চোটাক্রান্ত এ বাঁহাতি না থাকলে ব্যাটিং অর্ডার নিয়েও ভাবতে হতে পারে অস্ট্রেলিয়াকে। ওপেনিংয়ে দেখা যেতে পারে মিচেল মার্শকে আর তিন নম্বরে খেলতে পারেন স্টিভ স্মিথ। তবে অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই এত কিছু ভাবতে চাইছে না। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা হেডকেই হয়তো পাওয়ার প্রত্যাশায় তারা।
অস্ট্রেলিয়া দলে চোট আছে আরও। অধিনায়ক প্যাট কামিন্স, স্মিথ, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল সবাই ভুগছেন চোটে। যদিও আসন্ন ভারত সিরিজের আগেই ফিট হয়ে ওঠার কথা তাদের।
বিশ্বকাপের আগে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার তিন ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ সেপ্টেম্বর। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের প্রতিপক্ষও ভারতই। চেন্নাইয়ে ম্যাচটি হবে ৮ অক্টোবর।