‘সেরা’ প্রস্তুতি নিতে না পেরে তামিমের ভরসা মানসিক প্রস্তুতি
আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ মে থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের জন্য দেশের মাটিতে সিলেটে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ, ইংল্যান্ডেও গেছে আগেভাগেই। যদিও বৃষ্টি ও অন্যান্য কারণে প্রস্তুতিটা ঠিক ‘সেরা’ হয়নি দলের। একমাত্র প্রস্তুতি ম্যাচটিও ভেসে গেছে বৃষ্টিতে। অধিনায়ক তামিম ইকবাল আপাতত তাই মানসিক প্রস্তুতিকেই বড় করে দেখছেন।
৩ মে ইংল্যান্ডে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে বাংলাদেশ। এসেক্সের দ্য লেইসের পর কেমব্রিজের ফেনার্সে অনুশীলন করেছে তামিমের দল। ৫ মে ফেনার্সেই প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। চেমসফোর্ডের এসেক্স কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে হবে সিরিজটি, তবে সে মাঠে সিরিজ শুরুর আগে অনুশীলনের সুযোগ বাংলাদেশ পাবে মাত্র এক সেশন। সেটিও আগামীকাল সিরিজ শুরুর আগের দিন।
চেমসফোর্ডে বাংলাদেশ অনুশীলনের সুযোগ পাচ্ছে না মূলত কাউন্টি চ্যাম্পিয়নশিপের কারণে। সারের বিপক্ষে সে মাঠে চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলছে এসেক্স, যেটি শেষ হবে আজ। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তামিম, সেখানেই এসেছে চেমসফোর্ডের এ মাঠে কম অনুশীলনের সুযোগ পাওয়ার প্রসঙ্গ। তামিম বলেন, ‘আমরা যদি সব সেশন ওখানে অনুশীলন করতাম, তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়নি। কারণ, ওখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো তো আমাদের কারও নিয়ন্ত্রণে নেই। এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ খেলা আছে ওটার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি—সবাই কমবেশি খেলার মধ্যেই আছে। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হব, ওটাই আমাদের সহায়তা করবে।’
আবহাওয়ার কারণে নিজেদের প্রস্তুতি ব্যাহত হয়েছে তামিম স্বীকার করেছেন সেটিও, ‘এসব জিনিস তো আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আবহাওয়ার কারণে হয়তোবা সেরা প্রস্তুতিটা আমরা নিতে পারিনি। তবে যতটুকু সুযোগ আমরা পেয়েছি, আমরা চেষ্টা করছি যেন ভালোভাবে তৈরি হওয়া যায়। বাকিটা আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। লক্ষ্য তো একটাই, ভালো খেলা এবং জেতা। আশা করি, যে মাঠে খেলব কাল ওখানে যাব আমরা, আবহাওয়া যদি ঠিকঠাক থাকে আমরা অনুশীলনও করব।’
ইংলিশ গ্রীষ্মের একেবারে শুরুর দিক বলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা বড় একটা চ্যালেঞ্জই হবে বাংলাদেশ দলের। উইকেট কেমন হবে, সে ব্যাপারেও তামিমের খুব একটা ধারণা নেই, ‘ওই মাঠে আমার খেলার কোনো অভিজ্ঞতা নেই, উইকেটের ব্যাপারেও খুব বেশি ধারণা নেই। কিন্তু যতটুকু তথ্য আমরা নিতে পারছি অতীত ও বর্তমানের খেলাগুলো দেখে ওইটুকু তথ্য আমরা নিচ্ছি। উইকেট দেখার পর বলতে পারব কোন কম্বিনেশন নিয়ে আমরা খেলব।’
দেশের মাটিতে ঠিক আগের সিরিজেই আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ সিরিজেও শক্তিমত্তায় এগিয়ে থাকার কথা এর মধ্যেই এ বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলা বাংলাদেশেরই। যদিও ইংল্যান্ডে খেলা বলে বাংলাদেশি খেলোয়াড়দের চেয়ে অমন কন্ডিশনে বেশি অভ্যস্ত আইরিশরাই। তামিম অবশ্য সিরিজে নিজেদের সরাসরি ফেবারিট বললেন না, ‘ফেবারিট শব্দটা আমি খুব বেশি ব্যবহার করতে চাই না। অবশ্যই আমরা এখানে এসেছি ভালো খেলার জন্য এবং জেতার জন্য। কিন্তু ক্রিকেট এমন একটা খেলা, যেটা আপনি আগে থেকে বলতে পারবেন না কী হবে। তারাও খেলবে এবং এই কন্ডিশনে তারাও ভালো দল। এই কন্ডিশনে তারা অভ্যস্ত। আশা করি, ভালো একটা সিরিজ হবে।’