বাবর, রিজওয়ান ও আফ্রিদিকে কানাডার লিগে খেলতে দেবে না পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগে খেলতে পারবেন না দেশটির তিন তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।
আগামী ২৫ জুলাই শুরু হবে গ্লোবাল টি–টোয়েন্টি লিগের চতুর্থ আসর, ফাইনাল হবে ১১ আগস্ট। ছয় দলের এই টুর্নামেন্টে পাকিস্তানের সাত ক্রিকেটারের খেলার কথা ছিল। বাবর, রিজওয়ান ও আফ্রিদি ছাড়া বাকিরা হলেন ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ আমির ও আসিফ আলী। শেষের চারজনের খেলতে কোনো বাধা না থাকলেও প্রথম তিনজনের ক্ষেত্রে বাদ সেধেছে পিসিবি।
ক্রিকইনফো জানিয়েছে, মূলত টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির কারণেই কঠোর হয়েছে পিসিবি। তিন সংস্করণেই খেলেন—এমন ক্রিকেটারদের বিদেশের লিগে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বোর্ড।
পাকিস্তানের ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক বাবর, উইকেটকিপার–ব্যাটসম্যান রিজওয়ান ও ফাস্ট বোলার আফ্রিদি তিন সংস্করণেই খেলে থাকেন। তাঁদের টানা ম্যাচ খেলার চাপের (ওয়ার্কলোড) বিষয়টি বিবেচনায় নিয়ে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তিন সংস্করণেই খেলা আরেক ক্রিকেটার নাসিম শাহকেও ইংল্যান্ডের দ্য হানড্রেডে খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়নি। ইফতিখার, নেওয়াজ, আমির ও আসিফ শুধু পাকিস্তানের সাদা বলের দলের থাকায় তাঁদের গ্লোবাল টি–টোয়েন্টিতে খেলার অনুমতি দেওয়া হয়েছে।
গ্লোবাল টি–টোয়েন্টি লিগে বাবর ও রিজওয়ানের ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে খেলার কথা ছিল। আফ্রিদিকে নিয়েছিল টরন্টো ন্যাশনালস। এই টুর্নামেন্টে বাংলাদেশেরও চারজন ক্রিকেটার আছেন। সাকিব আল হাসান ও শরীফুল ইসলামকে কিনেছে বাংলা টাইগার্স মিসিসাগা, রিশাদ হোসেনকে নিয়েছে টরন্টো ন্যাশনালস আর মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছে মন্ট্রিয়ল টাইগার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দেওয়ায় তাঁদের খেলতে কোনো বাধা নেই।
বাবর, রিজওয়ান ও আফ্রিদিকে পিসিবি গ্লোবাল টি–টোয়েন্টিতে খেলতে না দেওয়ার আরও দুটি কারণ জানিয়েছে ক্রিকইনফো।
প্রথমত, কানাডার এই লিগকে এখনো স্বীকৃতি দেয়নি আইসিসি। বাবর, রিজওয়ান ও আফ্রিদি যেহেতু পাকিস্তানের তিন সংস্করণের জন্যই কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার, তাই অননুমোদিত কোনো টুর্নামেন্টে তাঁদের খেলতে দিতে চায় না পিসিবি।
দ্বিতীয়ত, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই পূর্ণ শক্তির দল চায় পাকিস্তান। নাজমুল হোসেনদের বিপক্ষে বাবরদের টেস্ট সিরিজ শুরু আগামী ২১ আগস্ট। তখন থেকে আগামী বছরের মে মাস পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে মোট ৩৯ ম্যাচ খেলবে পাকিস্তান। এ সময়ে নিজেদের মাঠে আইসিসি চ্যাম্পিয়নস লিগও আছে। তাই আগামী ৯ মাস সম্ভাব্য সেরা দল নিয়েই মাঠে নামতে চায় পাকিস্তান।