২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আইপিএল শেষেই টি–টোয়েন্টি বিশ্বকাপ—ভুলে গিয়েছিলেন ফ্রেজার–ম্যাগার্ক

আরেকটি ছক্কা মারছেন দিল্লির অস্ট্রেলীয় ব্যাটসম্যান জেইক ফ্রেজার–ম্যাগার্কবিসিসিআই

নিলামে দল না পেলেও জেইক ফ্রেজার-ম্যাগার্ক আইপিএলে সুযোগ পেয়েছেন লুঙ্গি এনগিডির চোটের কারণে। আইপিএলে প্রথমবার সুযোগ পেয়েই বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। গত শনিবার দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেছেন ১৫ বলে ফিফটি, যা এবারের আইপিএলে দ্রুততম।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ঝড় তোলায় জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ফ্রেজার-ম্যাগার্ক নিশ্চয়ই অস্ট্রেলিয়ার দলে জায়গা প্রত্যাশা করছেন? প্রত্যাশাটা স্বাভাবিক হলেও এই প্রশ্ন উঠছে অন্য কারণে। আইপিএলের পরই যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ফ্রেজার-ম্যাগার্ক তো সেটা ভুলেই গেছেন!

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা মিচেল মার্শের। এই অলরাউন্ডারও এবার খেলেছেন দিল্লির হয়ে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মার্শের আইপিএল শেষ হয়ে গেছে। দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং এর আগে জানিয়েছেন, চোটের চিকিৎসায় অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়া মার্শ ভারতে ফিরবেন না।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মিচেল মার্শ। এবার মৌসুমের বাকি সময়ে তাঁকে আর দেখা যাবে না
বিসিসিআই

তবে মার্শের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে সমস্যা দেখেন না পন্টিং। মার্শের সঙ্গে এর আগে এক আলাপচারিতায় সময় ফ্রেজার-ম্যাগার্ক ভুলেই গিয়েছিলেন সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংবাদ সংস্থা এএফপিকে ফ্রেজার-ম্যাগার্ক বলেছেন সে কথা, ‘মিচেল মার্শও দিল্লিতে, সে আমাকে বলেছে, আমরা বার্বাডোজ ও আমেরিকা যাচ্ছি। এরপর আমি বললাম, আপনি কী সেখানে খেলবেন? মার্শ অবাক হয়ে বলল, না, বিশ্বকাপ। ব্যাপারটা আসলে মাথায় ছিল না।’

অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী এই ওপেনার এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে আলোচনায় আসেন। গত বছরের অক্টোবরে প্রোটিয়া কিংবদন্তির লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড ভাঙেন ফ্রেজার-ম্যাগার্ক। সেঞ্চুরি করেছিলেন মাত্র ২৯ বলে। এর আগে ডি ভিলিয়ার্স সেঞ্চুরি করেছিলেন ৩১ বলে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েছিলেন ডি ভিলিয়ার্স।

২৬ মে আইপিএল শেষে ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এ বছর ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ফ্রেজার-ম্যাগার্কের। ম্যাচ খেলেছেন মাত্র দুটি, অভিষেক ম্যাচে প্রথম দুই বল ‘ডট’। পরের বলে চার, এরপর ছক্কার পরই আউট—৫ বলে করেন ১০ রান।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে করেন ১৮ বলে ৪১। এ ইনিংস দেখে অনেকেই তাঁর মধ্যে ডেভিড ওয়ার্নারের ছায়া দেখেছেন। অস্ট্রেলিয়ার সাবেকরা তো তাঁর কাঁধে ওয়ার্নার হওয়ার গুরুভার অর্পণ করেছেন। সেই ওয়ার্নারের সঙ্গেও দারুণ সম্পর্ক হয়ে উঠছে ম্যাগার্কের, ‘তাকে এখানে (আইপিএল) পেয়ে, আরও ভালো করে জানার পর, আমাদের মধ্যে দারুণ সম্পর্ক, বন্ধুত্ব গড়ে উঠছে।’