২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভারত বাজবল খেললে দুই ম্যাচ পরই চারজন বাদ পড়বে

ভারত বাজবল খেললে কী হবে, জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনএএফপি

ইংল্যান্ডের সাম্প্রতিক সময়ের আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরন বা ‘বাজবল’ ভারত ক্রিকেটে কাজ করবে না বলে মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। ‘বাজবল’ খেলার পর দুটি ম্যাচ হারলেই পরের ম্যাচে অন্তত চারজন দল থেকে বাদ পড়বেন বলেও মন্তব্য করেছেন এ অফ স্পিনার।

ব্রেন্ডন ম্যাককালাম প্রধান কোচ ও বেন স্টোকস অধিনায়ক হয়ে আসার পর টেস্টে নতুন ঘরানার ক্রিকেট খেলছে ইংল্যান্ড। সম্প্রতি অ্যাশেজেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এভাবে খেলেছে তারা। প্রথম দুই ম্যাচ হারলেও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিরিজ ২-২-এ ড্র করেছে ইংল্যান্ড

অস্ট্রেলিয়া অবশ্য খেলে গেছে তাদের মতো করেই। সিরিজে ইংল্যান্ড যেখানে তুলেছে ওভারপ্রতি ৪.৭৪ করে রান। অস্ট্রেলিয়ার ওভারে রান রেট সেখানে ছিল ৩.৩৫। দুই দলের ব্যাটিংয়ের ধরনের পার্থক্য ছিল স্পষ্টই।

ভারত যদি সামনে ইংল্যান্ডের মতো খেলতে যায়, তাহলে ঘটনাটি কী দাঁড়াবে সেটি অনুমান করার চেষ্টা করেছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে ৪৮৯টি টেস্ট উইকেট নেওয়া এ অফ স্পিনার বলেছেন, ‘আমরা টেস্ট ক্রিকেট বেশ ভালো খেলছি। শিগগিরই আমরা একটা পালাবদলের ভেতর দিয়ে যাব, সে সময় পরিস্থিতি সহজ হবে না। এখানে-সেখানে ইস্যু তৈরি হবে।’  

প্রথম দুই ম্যাচ হারলেও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিরিজ ২-২-এ ড্র করেছে ইংল্যান্ড
রয়টার্স

এরপর তিনি বলেন, ‘ধরা যাক, এই পালাবদলের সময়ে ভারত বাজবল খেলা শুরু করল। ধরা যাক হ্যারি ব্রুকের মতো সব বলেই ব্যাট চালাল কেউ, এরপর আউট হয়ে গেল, আমরা দুটি ম্যাচ হারলাম। এরপর আমরা কী করব?’

সে প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন অশ্বিন, ‘আমরা কি বাজবল এবং খেলোয়াড়দের সমর্থন দেব? আমরা একাদশ থেকে অন্তত চারজনকে বাদ দেব। আমাদের সংস্কৃতি সব সময়ই এমন ছিল। ফলে অন্যদের কাজে এসেছে মানেই আমরা অন্যদের ধরন নকল করতে পারব না।’

তাহলে ইংল্যান্ড কীভাবে এমন ক্রিকেট খেলতে পারছে, সেটিও ব্যাখ্যা করেছেন অশ্বিন, ‘এটি তাদের কাজে দিয়েছে কারণ তাদের খেলার ধরনের সঙ্গে ম্যানেজমেন্ট পুরোপুরি একমত। নির্বাচকেরা খেলোয়াড়দের এভাবে খেলতে উৎসাহ দেয়। এমনকি তাদের দর্শক, যারা টেস্ট ম্যাচ দেখে—তারাও এ প্রক্রিয়াকে সমর্থন দেয়। আমরা সেটি পারব না।’

আরও পড়ুন

ইংল্যান্ডের পরবর্তী টেস্ট সিরিজ ভারতের বিপক্ষেই, আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ভারতের মাটিতে হবে ৫ ম্যাচের ওই সিরিজ।

তাদের দর্শক, যারা টেস্ট ম্যাচ দেখে—তারাও ইংল্যান্ডের এ প্রক্রিয়াকে সমর্থন দেয় বলে মনে করেন অশ্বিন
রয়টার্স

এদিকে বাজবল নিয়ে কথা বলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজে হয়ে যাওয়া ভারতের ওয়ানডে সিরিজের প্রসঙ্গও টেনেছেন অশ্বিন। তিনি বলেন, ‘৫ উইকেট হারানোর পরও ভারত প্রথম ম্যাচে সহজেই জিতেছে। অতগুলো উইকেট না হারালে হয়তো সমর্থকেরা খুশি হতেন, এরপরও আমরা ইন্টেন্ট দেখিয়েছি, সহজেই জিতেছি। এরপর দ্বিতীয় ম্যাচে হেরেছি। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে কেন এই খেলোয়াড়েরা খেলেছেন, কেন ওই খেলোয়াড়েরা খেলেননি। আমি আসলেই বুঝি না এই ক্ষোভের কারণ কী।’

শেষ দুই ম্যাচে ভারত বিশ্রাম দিয়েছিল নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। দ্বিতীয় ম্যাচে হারলেও অবশ্য হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে জিতেছে ভারত