মেয়েদের বিসিএল
আয়েশার ৬ রানের দুঃখ, নিগার অপরাজিত ৮৫
রাজশাহীতে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বিসিএলের দ্বিতীয় দিনে আজ ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি আয়েশা রহমান। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা অপরাজিত আছেন ৮৫ রানে।
আয়েশার ৬ রানের দুঃখ
কাল বিসিএলের প্রথম দিনে ৮০ ছাড়িয়েছিলেন তিন ব্যাটার। শারমিন আক্তার ও ফারজানা হক আউট হয়ে গেলেও আয়েশা রহমান অপরাজিত ছিলেন ৮২ রানে। সেঞ্চুরির সুবাস নিয়ে দ্বিতীয় দিন শুরু করা দক্ষিণাঞ্চল ব্যাটার আয়েশা ৬ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে তিনি আউট হয়েছেন ৯৪ রানে।
তাঁর দল অবশ্য ভালো অবস্থায় থেকেই শেষ করেছে দ্বিতীয় দিন। আয়েশা সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরার পর রুবাইয়াত হায়দার (৮২) ও অধিনায়ক রাবেয়া খানের (৭০) ইনিংসে ভর করে অলআউট হওয়া দক্ষিণ করতে পারে ৩৪৭ রান। তাতেই ১৫৪ রানের লিড পেয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬ রান তুলে দিন শেষ করা পূর্বাঞ্চল পিছিয়ে আছে ১২৮ রানে।
১ উইকেটে ১৬৪ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আয়েশাকে হারায় ১৯৮ রানে। তাতে ভাঙে আয়েশা-রুবাইয়াতের ১২২ রানের জুটি। এরপর দ্রুতই আরও কিছু উইকেট হারিয়ে ২৩৪/৫ হয়ে যায় দক্ষিণ। অধিনায়ক রাবেয়া অবশ্য উইকেটে এসে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এরপর যোগ হওয়া ১১৩ রানের ৭০-ই করে শেষ ব্যাটার হিসেবে ফেরেন রাবেয়া।
নিগার অপরাজিত ৮৬, এগিয়ে তাঁর দল
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে গতকাল ৯ উইকেটে ২৪০ রানে ইনিংসে ঘোষণা করে উত্তরাঞ্চল। সেদিনই বিনা উইকেটে ২৯ রান করা মধ্যাঞ্চল আজ দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ৩০৮ রান নিয়ে। দলটির ইনিংসে সর্বোচ্চ ৮৫ রান করে অপরাজিত আছেন অধিনায়ক নিগার সুলতানা। ১৯২ বলে ১০ চারে এই রান করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।
মুরশিদা খাতুন (৬৬) ও ফারজানা আক্তারের (৬০) ১২৪ রানের উদ্বোধনী জুটির গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়েই ইনিংসটা খেলেছেন নিগার। মধ্যাঞ্চলের ৫টি উইকেটই নিয়েছেন উত্তরাঞ্চলের অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস।