হায়দরাবাদ টেস্ট: এমনভাবে এর আগে হারেনি ভারত
হায়দরাবাদে ওলি পোপ ও টম হার্টলি ভারতের বিপক্ষে ইংল্যান্ডকে এনে দিয়েছেন স্মরণীয় এক জয়। সে জয়ের ছাপ আছে রেকর্ড বইয়ে—
২০১০ সালের পর এ নিয়ে মাত্র সপ্তমবার দেশের মাটিতে টেস্ট হারল ভারত। এর মধ্যে চারটিই সিরিজের প্রথম টেস্টে, সর্বশেষ ২০২১ সালে ইংল্যান্ডের কাছেই সিরিজের প্রথম টেস্ট হেরেছিল তারা।
প্রথম ইনিংসে এত রানের (১৯০) লিড নিয়ে এর আগে কখনোই দেশের মাটিতে হারেনি ভারত। সব মিলিয়ে হেরেছিল মাত্র একবার—২০১৫ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে (১৯২)। দেশের মাটিতে এর আগে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৫ রানের লিড নিয়ে ভারত হেরেছিল ১৯৬৪ সালে চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে।
প্রথম ইনিংসে এর চেয়ে বেশি রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড এর আগে জিতেছে দুবার। ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি (২৬১) ও একই প্রতিপক্ষের সঙ্গে ১৯৮১ সালে হেডিংলিতে (২২৭)।
ভারতের মাটিতে তাদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৫০ বা এর বেশি রানের ইনিংস খেলা দশম ব্যাটসম্যান ওলি পোপ। তবে জেতা ম্যাচে এমন ইনিংস খেলা মাত্র পঞ্চম ব্যাটসম্যান তিনি। আগের চারজন—সাঈদ আনোয়ার, ড্যারিল কালিনান, ক্লাইভ লয়েড ও গ্যারি সোবার্স। তবে তাঁদের মধ্যে পোপের ইনিংস (১৯৬) এখন সোবার্সের (১৯৮) পর দ্বিতীয় সর্বোচ্চ।
ভারতের মাটিতে সফরকারী ব্যাটসম্যান হিসেবে যেকোনো ইনিংসে ২০২১ সালে জো রুটের পর ১৫০ রানের ইনিংস খেললেন পোপ।
অভিষেকে কোনো ইংলিশ স্পিনারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন টম হার্টলির। সব মিলিয়ে যেকোনো ধরনের বোলারের পঞ্চম সেরা। ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট অভিষেকে চতুর্থ সেরা।
ভারতের মাটিতে সফরকারী বোলারের অভিষেকে সেরা ফিগার
ম্যাচে হার্টলির বোলিং ফিগার। ১৯৭৬ সালে জন লেভারের (১০/৭০, প্রতিপক্ষ ভারত) পর যেটি কোনো ইংলিশ বোলারের অভিষেকে সেরা। ১৯৫০ সালে বব বেরির (৯/১১৫, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ) পর কোনো ইংলিশ স্পিনারের সেরা।
হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের স্পিনারদের সম্মিলিত উইকেটসংখ্যা। প্রতিপক্ষের মাটিতে যা দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৯টি উইকেট নেওয়ার ঘটনা আছে তিনটি—১৯৫২ সালে ভারতের বিপক্ষে কানপুর, ২০১২ সালে একই প্রতিপক্ষের সঙ্গে ওয়াংখেড়ে ও ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে।
এ ম্যাচে ইংল্যান্ড দলে একমাত্র স্বীকৃত পেসার ছিলেন মার্ক উড। তবে দুই ইনিংস মিলিয়ে কোনো উইকেট পাননি তিনি। ফল এসেছে, এমন টেস্টে ইংলিশ পেসার (বা পেসারদের) উইকেটশূন্য থাকার মাত্র ষষ্ঠ ঘটনা এটি, এ শতাব্দীতে ২০১৮ সালে পাল্লেকেলে টেস্টের পর প্রথম।