নাসিম ঝলকে কুমিল্লার টানা চতুর্থ জয়
বিপিএল খেলতে বাংলাদেশে আসার আগেই বেশ একটা নাটক হয়ে গিয়েছিল নাসিম শাহকে নিয়ে। শুরুতে খুলনা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল পাকিস্তানের এই পেসারের। কিন্তু খুলনা তাঁকে ছেড়ে দেওয়ায় শেষ পর্যন্ত খেলতে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ঝলক দেখালেন নাসিম। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে তুলে নিলেন ঢাকা ডমিনেটরসের ৪ উইকেট। এবারের বিপিএলে এটাই কোনো বোলারের সেরা বোলিং।
কুমিল্লার দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নাসিমের তোপে ঢাকা ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানের বেশি করতে পারেনি। কুমিল্লা জিতেছে ৬০ রানে। কুমিল্লার এটি টানা চতুর্থ জয়, অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর ঢাকা হারল টানা ষষ্ঠ ম্যাচ।
রান তাড়ায় ৬ ওভারে ২০ রান তুলতেই ৩ উইকেট হারায় ঢাকা, যার দুটিই নেন নাসিম। মিজানুর রহমান দারুণ ইয়র্কারে বোল্ড, কট বিহাইন্ড মোহাম্মদ মিঠুন। ১৬তম ওভারে এসে পরপর দুই বলে নাসিম ফেরান মুক্তার আলী ও আমীর হামজাকে। মাঝে খুশদিল শাহ নেন ২ উইকেট।
আগে ব্যাটিং করা কুমিল্লা ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলেছিল ৬৪ রান। সেখান থেকে চার্লসের ২৫ বলে ৩২, খুশদিল শাহর ১৭ বলে ৩০ ও জাকের আলীর ১০ বলে ২০ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৬৪ রান করে ইমরুল কায়েসের দল। শেষ ৫ ওভারেই কুমিল্লা তোলে ৫৫ রান। প্রথম ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে ১ উইকেট নেওয়া তাসকিন আহমেদ বোলিং শেষ করেন ৪ ওভারে ২৮ রান দিয়ে। ঢাকার অধিনায়ক নাসির ১৯ রান দিয়ে নেন ২ উইকেট।