- মিরাজের ফিফটি, আউট তাইজুল
- সিরিজে প্রথমবার ৩০০ পেরোল বাংলাদেশ
- বাংলাদেশ ৩১৮ রান অলআউট
পঞ্চম দিনে কতক্ষণ টিকবে বাংলাদেশ?
চট্টগ্রাম টেস্টে আজ পঞ্চম ও শেষ দিন। জয়ের জন্য ৫১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৬৮ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। নিশ্চিত হারের সামনে পড়া বাংলাদেশ কতক্ষণ লড়াই করতে পারে সেটাই দেখার বিষয়। ক্রিজে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ (৪৪*) ও তাইজুল ইসলাম (১০*)।
জয়ের জন্য শ্রীলঙ্কার চাই বাকি ৩ উইকেট। তাহলেই দুই টেস্টের সিরিজ ২–০ ব্যবধানে জিতে নেবে শ্রীলঙ্কা। বাংলাদেশের জয়ের জন্য চাই ২৪৩ রান।
মিরাজের ফিফটি, আউট তাইজুল
কামিন্দু মেন্ডিসে কাভার দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে ওই ওভারেই তিন বল পর তাইজুল ইসলামকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে জয়ের আরও কাছে নিয়ে গেছেন কামিন্দু। গালিতে দারুণ এক ক্যাচ নিয়েছেন নিশান মাদুশকা। তাতে ভাঙল তাইজুল–মিরাজের ৩৮ রানের অষ্টম উইকেট জুটি। শেষ দিনের খেলার পঞ্চম ওভারে ফেরার আগে ১৪ রান করেছেন তাইজুল।
বাংলাদেশ ২য় ইনিংস: ৭৩ ওভার শেষে ২৮২/৮
সিরিজে প্রথমবার ৩০০ পেরোল বাংলাদেশ
সিরিজে প্রথমবার ৩০০ করেছে বাংলাদেশ। টেস্টে এই নিয়ে পঞ্চমবার চতুর্থ ইনিংসে ৩০০ পেরোল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ৪১৩, ২০০৮ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষেই।
সর্বশেষ স্কোর
বাংলাদেশ ২য় ইনিংস: ৩০৪/৮ (মিরাজ ৬৯*, হাসান ৬*)
হাসান মাহমুদের বিদায়, ম্যাচ জিততে ১ উইকেট দরকার শ্রীলঙ্কার
লাহিরুর কুমারার বাউন্সার সামলাতে পারলেন না হাসান মাহমুদ। বাংলাদেশের ১০ নম্বর ব্যাটসম্যান নিজেকে বাঁচাতে গিয়ে ক্যাচ তোলেন সিলি মিড অনে। নিশান মাদুশকা ক্যাচ নিতে ভুল করেননি। হাসান ফিরলেন ২৫ বলে ৬ রান করে। বাংলাদেশ হারাল নবম উইকেট।
স্কোর: বাংলাদেশ ২য় ইনিংস ৩১২/৯ (মিরাজ ৭৭*)
বাংলাদেশ ৩১৮ রান অলআউট
চট্টগ্রাম টেস্টে ১৯২ রান হারল বাংলাদেশ। বাংলাদেশের শেষ ব্যাটসম্যান খালেদ আহমেদকে বোল্ড করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন পেসার লাহিরু কুমারা। তাতে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করল লঙ্কানরা। বাংলাদেশ অলআউট হয়েছে ৩১৮ রানে। শেষ দিনে মিরাজরা টিকলেন ১৮ ওভার। ৪৪ রান নিয়ে দিন শুরু করা মেহেদী হাসান মিরাজ অপরাজিত ছিলেন ৮১ রানে।
শেষ হলো দুর্দশার সিরিজ
সিলেটে প্রথম টেস্টটা ৩২৮ রানে হারের পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ হারল ১৯২ রানে। বড় দুই জয়ে শ্রীলঙ্কা ২–ম্যাচের সিরিজটা জিতে নিল ২–০ ব্যবধানে।
চট্টগ্রামে আজ শেষ দিনটা বাংলাদেশ শুরু করে ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে। লক্ষ্য ছিল ৫১১ রান। ওই লক্ষ্যে ছোটা ছিল অসম্ভব। বাংলাদেশ সে পথে হাঁটতেও পারেনি। শেষ দিনে শেষ তিন উইকেট নিয়ে বাংলাদেশ টিকল সোয়া এক ঘণ্টা, যোগ করতে পারল ৫০ রান।
এই ৫০ রানের ৩৭–ই করেছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ৮১ রান করে অপরাজিত ছিলেন এই স্পিনিং অলরাউন্ডার। বাংলাদেশ অলআউট হওয়ার আগে করে ৩১৮ রান। শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা নিয়েছেন ৪ উইকেট, যার শেষ দুটি আজই পেয়েছেন তিনি।