আবদুল্লাহ শফিককে যে পরিকল্পনা করে আউট করেছেন তাসকিন

উইকেট পাওয়ার পর সতীর্থদের সঙ্গে তাসকিনের উদ্‌যাপনএএফপি

দেড় বছর—অনেক কম সময়। প্রায় দেড় বছর পর লাল বলের ক্রিকেটে ফিরে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম ওভারটাই করেছেন তাসকিন আহমেদ। প্রথম বলটা দিলেন অফ স্টাম্পের বাইরে, দ্বিতীয় বলটাও তা–ই। তৃতীয় ডেলিভারিটি সিম মুভমেন্ট করে বেরিয়ে যাওয়া, চতুর্থটি আবার বাইরে। পঞ্চম ডেলিভারিটি তো অফ স্টাম্পের অনেকটাই বাইরে দিলেন তাসকিন।

বলগুলো ভালোই হয়েছিল। কিন্তু এই পাঁচটি বল দেখে অনেকেই হয়তো ভাবতে শুরু করেছিলেন উইকেট নেওয়ার ডেলিভারি করতে বেশ অনেকটা সময় লাগবে তাসকিনের। এত দিন পর টেস্ট ক্রিকেটে ফেরা বলে কথা!

আরও পড়ুন
পাকিস্তানের প্রথম ইনিংসে ৫৭ রানে ৩ উইকেট নিয়েছেন তাসকিন

কিন্তু তাসকিন যে ওই পাঁচটি বল পরিকল্পনা অনুযায়ীই করেছেন, সেটা তখন কে জানত! দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে তাসকিন বললেন, পরিকল্পনা করেই আবদুল্লাহ শফিককে আউট করেছেন।

কী ছিল সেই পরিকল্পনা, সেটা শোনা যাক তাসকিনের মুখেই, ‘এটা (শফিকের উইকেট) আসলে অনেক উপভোগ্য ছিল আমার জন্য। আমি পাঁচটা বল বাইরে নিয়ে, পরে একটি বল ভিতরে ঢোকাতে চেয়েছি। ইচ্ছা করেই এ রকম করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝেমধ্যে হয়তো আমি উইকেট নিতে পারব না। তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে। আমি প্রতিনিয়তই শিখছি। গত ১০ বছর ধরে আমি খেলছি। এভাবেই আমি শিখছি।’

আরও পড়ুন

পরিকল্পনা অনুযায়ী যে ওভারের শেষ বলটি তাসকিন করতে পেরেছিলেন, সেটি খেলা যাঁরা দেখেছেন, তাঁরা জানেন। তাসকিনের ওই বলটি অফ স্টাম্পের খুবই সামান্য বাইরে পিচ করে দ্রুতই ভেতরে ঢুকে তুলে নেয় শফিকের স্টাম্পের বেলস।

কিন্তু শফিকের সেই উইকেট পাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির আগে ৪ ছুঁই ছুঁই রান রেটে ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান তোলে স্বাগতিকেরা। দ্বিতীয় উইকেটটি বাংলাদেশ পেয়েছে পাকিস্তানের ইনিংসের ১০৭ রানে।

প্রায় দেড় বছর পর লাল বলের ক্রিকেটে ফেরার দিনটায় দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন
এএফপি

ঘুড়ে দাঁড়ানো পাকিস্তানকে কীভাবে আবার সমস্যায় ফেললেন বাংলাদেশের বোলাররা, লাঞ্চ বিরতিতে নিজেদের মধ্যে কী কথা হয়েছিল—সেসব নিয়ে তাসকিন বললেন, ‘আসলে আমরা যখন শুরুতে আক্রমণ করার চেষ্টা করেছি, তখন তারা রান পেয়েছে। ভালো জুটি গড়েছে। লাঞ্চের পর আমাদের যেসব পরিকল্পনা ছিল, সেসব আমরা কাজে লাগাতে পেরেছি। এ কারণেই তাদের আটকাতে পেরেছি অল্প রানের মধ্যে।’

পাকিস্তানকে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট করেছে ২৭৪ রানে। নিজেরা প্রথম ইনিংস খেলতে নেমে ২ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ১০ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেনের দল।