এজাজ প্যাটেলের মতো স্পিনার ভারতের প্রতিটি ক্লাবেই আছে—দাবি কাইফের

এজাজ প্যাটেলএএফপি

টেস্টে ভারত দুনিয়ার অন্যতম সেরা। আর ঘরের মাঠে তো অপ্রতিরোধ্য। সেই ভারত নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতেই ৩-০ ব্যবধানে সিরিজ হেরে ধবলধোলাই হয়েছে। যা ৩ ম্যাচ বা এর চেয়ে বেশি ম্যাচের সিরিজে দেশের মাটিতে প্রথমবার।

বিরাট কোহলি, রোহিত শর্মারা এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসদের সামনে মুখ থুবড়ে পড়েছেন। মুম্বাই টেস্টে তো ১১ উইকেট নিয়েছেন প্যাটেল। এরপরও ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ এই প্যাটেলকে একাডেমির বোলারদের সঙ্গে তুলনা করেছেন।

আরও পড়ুন

২০১৮ সালে টেস্টে অভিষেক হওয়া প্যাটেল টেস্ট খেলেছেন ২১টি। দেশের মাটিতে খেলার সুযোগ তেমন একটা পাননি। ক্যারিয়ারের মাত্র ৩টি টেস্ট খেলেছেন নিউজিল্যান্ডে। তবে এশিয়ায় টেস্ট খেললে বাড়তি গুরুত্ব পান এই স্পিনার।

ভারত সিরিজে ১৫ উইকেট নিয়ে প্রমাণও করেছেন। কাইফ অবশ্য বলছেন ভিন্ন কথা। তাঁর মতে, ভারতের একাডেমিতে এমন বোলার প্রতিদিনই দেখা যায়। যদিও কাইফের সমালোচনার মূল্য লক্ষ্য ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। তাদের সমালোচনা করতেই তিনি তুলে এনেছেন প্যাটেলকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে প্রকাশিত এক ভিডিওতে কাইফ বলেন, ‘মিথ্যা বলছি না, আমি দিল্লিতে অনুশীলন করতে যাই, ওখানে এজাজ প্যাটেলের মতো স্পিনার প্রতিদিন দেখা যায়। এজাজ প্যাটেল ভালো বোলিং করেননি। যদি ওর পিচ ম্যাপ দেখেন, দেখবেন ও দুটি ফুলটস, দুটি শর্ট, দুটি লেংথ বোলিং করেছেন, তাতে ব্যাটসম্যানরা আউট হচ্ছেন। ৬ বলের মধ্যে ২টি বল ঠিকঠাক করছেন, তাতে আমাদের ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছেন।’

গ্লেন ফিলিপস তো পার্ট টাইম স্পিনার। পার্ট টাইমারের কাছে আমরা হেরে গেছি।
মোহাম্মদ কাইফ

কাইফ আরও বলেন, ‘গ্লেন ফিলিপস তো পার্ট টাইম স্পিনার। পার্ট টাইমারের কাছে আমরা হেরে গেছি। মানুষ বলছে, ওয়াংখেড়েতে এজাজ প্যাটেল ২২ উইকেট নিয়েছেন, তবে যদি ওর বোলিং দেখেন, ওর বল ঠিকঠাক জায়গায় পড়েওনি। দুটি বল ভালো করেছেন, তাতেই উইকেট পেয়েছেন। সিরিজের শেষ টেস্টের হার লজ্জার। মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডের কোনো বোলিং ছিল না।’

আরও পড়ুন