৩৬৯ দিন পর পাওয়া সেঞ্চুরিতে ব্র্যাডম্যান ও টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি

টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরির পর কোহলিএএফপি

৩৬৯ দিন! দিনের হিসাবে এক বছরের চেয়ে বেশি। তবে এর মধ্যে বিরাট কোহলি খেলেছেন মাত্র ৭টি টেস্ট। এই সাত ম্যাচে কোনো সেঞ্চুরি নেই বলে কোহলিকে নিয়ে কত আলোচনা–সমালোচনাই না হয়েছে ক্রিকেটবিশ্বে। সব সমালোচনার জবাব কোহলি আজ তাঁর ব্যাটেই দিলেন। আর এটা ভারত দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ এক টেস্টে, পার্থে বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে।

এক বছর তিন দিন পর পাওয়া সেঞ্চুরিতে অনেক কীর্তি গড়েছেন কোহলি—একদিক থেকে ছাড়িয়ে গেছেন নিজের আদর্শ শচীন টেন্ডুলকারকে, আরেক দিক থেকে ব্র্যাডম্যানকে। এ দুজনকে ছাড়িয়ে যাওয়া কোহলি অন্য আরেকটি রেকর্ডে পাশে বসেছেন রিকি পন্টিংয়ের।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে এত দিন টেন্ডুলকারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। দুজনেরই ছিল ৬টি করে সেঞ্চুরি। আজকের সেঞ্চুরিতে কোহলি ছাড়িয়ে গেলেন টেন্ডুলকারকে। এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যেও অস্ট্রেলিয়ার মাটিতে কোনো একজন ব্যাটসম্যানের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটা।

টেন্ডুলকারকে ছাড়িয়ে পন্টিংয়ের পাশে বসেছেন কোহলি। ভারত–অস্ট্রেলিয়া টেস্ট লড়াইয়ে অস্ট্রেলিয়ার মাটিতে এত দিন সবচেয়ে বেশি ৭টি সেঞ্চুরির রেকর্ড এককভাবে ছিল পন্টিংয়ের। পার্থের সেঞ্চুরিতে পন্টিংয়ের সেই রেকর্ডেই ভাগ বসালেন কোহলি। তবে ভারত–অস্ট্রেলিয়া টেস্ট লড়াইয়ে সব মিলিয়ে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির রেকর্ড এখনো টেন্ডুলকারের দখলেই আছে।

আরও পড়ুন

রইল বাকি কিংবদন্তি ব্র্যাডম্যান! তাঁকে কীভাবে ছাড়িয়ে গেলেন কোহলি? টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় এত দিন ব্র্যাডম্যানের সঙ্গেই ছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান। দুজনের সেঞ্চুরিই ছিল ২৯টি করে। আজ ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরিটি পেয়েছেন কোহলি।  

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৫১টি সেঞ্চুরি টেন্ডুলকারের। ৪৫টি সেঞ্চুরি নিয়ে এর পরেই আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। পন্টিংয়ের টেস্ট সেঞ্চুরি ৪১টি। টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় অনেক নিচের দিকেই কোহলির নাম। তবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কোহলির নাম দুই নম্বরে। সেঞ্চুরির সেঞ্চুরি নিয়ে এই তালিকায় সবার ওপরে কিংবদন্তি টেন্ডুলকার। কোহলির সেঞ্চুরি ৮১টি। ৭১টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন পন্টিং।