পাকিস্তানের ক্রিকেট নিয়ে মানুষ হাসাহাসি করে, বললেন ওয়াসিম আকরাম

পাকিস্তান দল ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নেয়এক্স/পিসিবি

প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র যখন সুপার এইটের ম্যাচ খেলছে, অন্যতম শিরোপাপ্রত্যাশী পাকিস্তান তখন গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে দেশে ফিরে গেছে। বাবর আজমদের এমন দুরবস্থায় বেশ খারাপই লাগছে ওয়াসিম আকরামের। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক এমন পরিস্থিতির পেছনে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই (পিসিবি) দায় দেখছেন বেশি।

আকরাম মনে করেন, পিসিবির শীর্ষ পদে অস্থিরতার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব পড়েছে। বিশ্ব ক্রিকেটে পাকিস্তান দল নিয়ে মানুষ হাসাহাসি করে বলেও মন্তব্য তাঁর। এ ছাড়া অধিনায়ক হিসেবে বাবরের বিকল্প নিয়েও কথা বলেছেন এই সাবেক বাঁহাতি পেসার।

গত অক্টোবর–নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক ছিলেন বাবর। পাকিস্তান বিশ্বকাপের লিগ পর্ব থেকে বিদায় নিয়ে দেশে ফেরার পর পিসিবির চাপে বাবর অধিনায়কত্ব ছেড়ে দেন। নতুন অধিনায়ক হন টি–টোয়েন্টিতে শাহিন আফ্রিদি, টেস্টে শান মাসুদ। তবে এ বছরের জানুয়ারিতে আফ্রিদির নেতৃত্বাধীন দল নিউজিল্যান্ডে ৪–১ ব্যবধানে সিরিজ হারলে ও পিসিবির চেয়ারম্যান পদে পরিবর্তন এলে আবারও নেতৃত্বের আলোচনায় উঠে আসে বাবরের নাম। বিশ্বকাপ শুরুর এক মাস আগে আফ্রিদিকে সরিয়ে বাবরকেই অধিনায়ক বানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকিডাকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের টি–টোয়েন্টি বিশ্বকাপ–ব্যর্থতার পেছনে পিসিবির অস্থিরতার কথা তুলে এনেছেন আকরাম, ‘এক বছরের মধ্যে (পিসিবিতে) তিনজন চেয়ারম্যানের পরিবর্তন হলো। রমিজ রাজাকে সরিয়ে দেওয়া হলো, নাজাম শেঠি এলেন তিন মাসের জন্য। এরপর শেঠি চলে গেলে এলেন জাকা আশরাফ। চার–পাঁচ মাস পর জাকাও নেই, এলেন মহসিন নাকভি। এরপর একটা দল কীভাবে ধারাবাহিক হয়?’

আরও পড়ুন

পিসিবির চেয়ারম্যান পদে বারবার পরিবর্তন অধিনায়কত্বেও প্রভাব ফেলেছে বলে মনে করেন আকরাম, ‘বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শাহিনকে দায়িত্ব দেওয়া হলো। সে একটা সিরিজে হারল, একই সময়ে চেয়ারম্যানও বদল হলো। আবারও দেখা গেল অধিনায়ক পরিবর্তন। এটা একদমই অগ্রহণযোগ্য। (এসব কারণে) ক্রিকেট বিশ্বে মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করে।’

কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম
আইসিসি

পাকিস্তান ক্রিকেটের এই অস্থিরতার সময়ে সাবেক ক্রিকেটারদের কেউ কেউ নির্বাচক ও কোচিং প্যানেলে কাজ করেছেন ও করে চলেছেন। তবে ওয়াসিম আকরামকে গত কয়েক বছরের মধ্যে পিসিবিতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায়নি। আকরামের মতে, পিসিবিতে কাজ না করা তাঁর জন্য ভালোই হয়েছে, ‘শাহিনকে অন্তত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে, এরপর পরিস্থিতি বুঝে তাকে বদলানো যেতে পারে। তারা (পিসিবি) আমাদের কাছ থেকে পরামর্শ নেয় না। ভালোই হয়েছে, আমি পাকিস্তান ক্রিকেট থেকে দূরে আছি। এটা আমার জন্য শাপেবরই হয়েছে। কারণ, সেখানে শুধু সমালোচনা আর রাজনীতি।’

বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শাহিনকে আবার নেতৃত্বে ফেরানো যায় বলেও মনে করেন আকরাম, ‘শাহিন আফ্রিদি আক্রমণাত্মক মানসিকতার খেলোয়াড়। ওর বয়স সবে ২৪ বছর, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আবারও ওর হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া যায়, ওর শুধু নিজের খেলার দিকে মনোযোগ রাখা দরকার।’

আরও পড়ুন