টি–টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই আশার কথা শোনালেন নাজমুল
নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশের সর্বশেষ ম্যাচটা সুখস্মৃতির। এই তো গত শনিবার সেখানে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। সাদা বলের সংস্করণে সেটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয়, আরেকটু খোলাসা করে বললে প্রথম ওয়ানডে জয়। অর্থাৎ টি–টোয়েন্টিতে বাংলাদেশ এখনো জয়শূন্য। মাঠটা যেহেতু একই, তাই এবার প্রথম টি–টোয়েন্টি জয়ের আশা বাংলাদেশ দলের। তবে রেকর্ড বদলানোর সঙ্গে সিরিজে বাংলাদেশের চোখ আছে বিশ্বকাপ প্রস্তুতিতেও।
২০১০ থেকে গত বছর পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৯টি টি–টোয়েন্টি খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। সেখানে এই সংস্করণে প্রথম জয়ের খোঁজে থাকার পাশাপাশি আরেকটি কারণেও আগামীকালের টি–টোয়েন্টি ম্যাচটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। নেপিয়ারে সাংবাদিকদের সে কথাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন, ‘এটি বিশ্বকাপের প্রস্তুতির শুরু। সবাই সিরিজ খেলতে মুখিয়ে আছে, আশা করি, সবাই ভালো করবে।’
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ৩ জুন থেকে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এ সংস্করণে ১১টি ম্যাচ খেলবে বাংলাদেশ। নাজমুলদের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এর আগে সংবাদকর্মীদের একই কথা বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। আমরা এখান থেকেই আমাদের পরিকল্পনাটা করতে চাই। এখন থেকে আমরা ১১টি ম্যাচ খেলতে পারব, বিপিএলও আছে। আমরা আমাদের কম্বিনেশনটা বের করার চেষ্টা করব, বিশ্বকাপে আমরা কীভাবে খেলতে চাই, সেটার ভূমিকাও দিয়ে দেওয়া হবে। এটাই আসলে পরিকল্পনা।’
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টি–টোয়েন্টি সিরিজকে কঠিন বলেই মনে করছেন। ওয়ানডে সিরিজে বাংলাদেশের খেলার প্রশংসা করে স্যান্টনার বলেছেন, ‘আরেকটি কঠিন সিরিজ খেলতে মুখিয়ে আছি। বাংলাদেশ তিন ম্যাচেই ভালো খেলেছে, প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ ছিল। শেষ ম্যাচে বিশেষ করে, পিচে সহায়তা ছিল একটু, তারা দারুণ বোলিং করেছে, ভালো অঞ্চলে। জয়টা তাদের প্রাপ্য ছিল।’
ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হারলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট নাজমুল। ২৩ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচটি জয়ের পর এত দিন ফুরফুরে মেজাজেই ছিল বাংলাদেশ দল। বিশ্রামের পর এখন খেলোয়াড়েরা সিরিজ খেলতে মুখিয়ে আছেন বলেও জানালেন নাজমুল।
টি–টোয়েন্টি সিরিজে ভালো করার আশায় বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। গেল কয়েকটা দিন বেশ ভালো সময় কেটেছে। সিরিজ খেলতে সত্যিই মুখিয়ে আছি। এ সিরিজে ভালো ক্রিকেট খেলেছি, শেষ ম্যাচের ফলটা ভালো হয়েছে। আশা করি, টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব।’
নিউজিল্যান্ড এমনিতেই সুন্দর দেশ। আর নেপিয়ার সুমদ্রতীরবর্তী রৌদ্রোজ্জ্বল শহর। নেপিয়ারকে অনেকে ফ্রান্সের নিস শহরের আদলে ‘প্রশান্ত মহাসাগরের নিস’ শহর বলেও ডাকেন। আর কেউ কেউ বলেন ‘বিশ্বের আর্ট ডেকোর রাজধানী।’ নাজমুলের কাছে নিউজিল্যান্ডের সৌন্দর্য নিয়েও জানতে চাওয়া হয়েছিল। উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয় পুরো নিউজিল্যান্ডকেই সবাই পছন্দ করে। সুন্দর সমুদ্র, দারুণ মানুষ। আমরা গত ৩-৪ বছর ধরে এখানে আসছি, আমরা সত্যিই উপভোগ করি।’