২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আহমেদাবাদে দুটি পিচ তৈরি করে অস্ট্রেলিয়াকে ধন্দে রাখছে ভারত

আহমেদাবাদে আসলে কেমন উইকেটে খেলা হবে, সেটা বুঝতে পারছে না অস্ট্রেলিয়াছবি: টুইটার

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট থেকেই এই সিরিজে ভারতীয় উইকেটের সমালোচনা চলছে। ইন্দোরে তৃতীয় টেস্টের পর সেই সমালোচনা চরমে পৌঁছেছে। ইন্দোরে ম্যাচের প্রায় শুরু থেকেই পিচ ভাঙতে শুরু করে। দুই দিনের সামান্য একটু বেশি সময় লেগেছে টেস্ট শেষ হতে। যতক্ষণ খেলা হয়েছে, পুরো সময়েই উইকেটে ছিল অনিয়মিত বাউন্স।

ইন্দোরের উইকেট শেষ পর্যন্ত আইসিসির কাছ থেকে ‘বাজে’ রেটিং পেয়েছে, পেয়েছে তিনটি ডিমেরিট পয়েন্টও। এমন ঘটনার পর আহমেদাবাদে সিরিজে চতুর্থ ও শেষ টেস্টে কেমন উইকেট বানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), এখন সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন

আহমেদাবাদ টেস্টে দুই দলেরই পাওয়ার অনেক কিছু আছে। এরই মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলা অস্ট্রেলিয়ার জন্য সিরিজ বাঁচানোর একমাত্র উপায় টেস্টটি জেতা। অন্যদিকে, ভারত এই ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলবে।

আহমেদাবাদ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হবে ভারতের
ছবি: টুইটার

চতুর্থ টেস্টের আগে হিসাব যখন এ–ই, তখন অস্ট্রেলিয়া পড়েছে বিশাল ধন্দে। আহমেদাবাদে আসলে কেমন উইকেটে খেলা হবে, সেটা বুঝতে পারছে না তারা। কারণ? আজও সেখানকার কিউরেটরদের দেখা গেছে দুটি পিচ পরিচর্যা করতে।

আরও পড়ুন

ভারতীয় দলের পক্ষে থেকে হয়তো স্পষ্ট নির্দেশনাই আছে, কেমন উইকেট চায় তারা। তবে ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়াকে এ নিয়ে ধোঁয়াশার মধ্যে রাখতেই পাশাপাশি দুটি উইকেটের পরিচর্যা করা হচ্ছে, যাতে উইকেট দেখে অস্ট্রেলিয়া আগে থেকেই ধারণা না করতে পারে, প্রস্তুতি কেমন হওয়া দরকার।

টেস্ট কাভার করতে আহমেদাবাদে থাকা ভারতীয় ও অস্ট্রেলিয়ান সাংবাদিকেরাও তাই পেয়ে গেছেন খবরের রসদ। অনেকেই পাশাপাশি পরিচর্যায় থাকা দুটি উইকেটের ছবি তুলে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।