‘ভাইয়েরা, বড় ভুল হয়ে গেছে’, ধোনিকে না নেওয়ার পর কার্তিক

মহেন্দ্র সিং ধোনি (বাঁয়ে) ও দীনেশ কার্তিকএএফপি

নিজের বেছে নেওয়া একটি একাদশে মহেন্দ্র সিং ধোনিকে না নিয়ে বড় ভুল করে ফেলেছেন, এমন জানিয়েছেন দীনেশ কার্তিক। ভারতের যেকোনো একাদশেই ধোনি শুধু দলে থাকবেন না, অধিনায়ক হিসেবেই থাকবেন বলে মনে করিয়ে দিয়েছেন কার্তিক।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক ভিডিও অনুষ্ঠানে সব সংস্করণ মিলিয়ে ভারতের সেরা একাদশ বেছে নেন কার্তিক। সেটি ছিল এমন—বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, যশপ্রীত বুমরা ও জহির খান। দ্বাদশ ব্যক্তি হিসেবে কার্তিকের পছন্দ ছিল হরভজন সিং।

এই একাদশে ধোনির নাম না দেখে অবাক হন অনেকেই। একসময় ভারতের উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করা দ্রাবিড়কে এ ভূমিকায় বেছেছেন কার্তিক, সেটিও ধরে নেন কেউ কেউ। তবে ঘটনা যে তা নয়, সেটি পরে পরিষ্কার করেন কার্তিক।

মাঠে ফিরছেন কার্তিক
এএফপি

ক্রিকবাজের নতুন এক ভিডিওতে এক প্রশ্নের জবাবে কার্তিক বলেছেন, ‘ভাইয়েরা, বড় একটা ভুল হয়ে গেছে। সত্যিকার অর্থেই একটা ভুল ছিল। এপিসোডটা প্রকাশ হওয়ার পর আসলে মাথায় এসেছে।’
ভারতের হয়ে প্রায় ১৮ বছর ধরে ১৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এ উইকেটকিপার বলেছেন, ‘বিশ্বাস করতে পারেন, উইকেটকিপার হয়েও একজন উইকেটকিপারকে নিতে ভুলে গেছি? বড় একটা ভুল আসলে।’

আরও পড়ুন

ধোনিকে ‘সর্বকালের অন্যতম সেরা’ উল্লেখ করে কার্তিক বলেছেন, আবার সুযোগ থাকলে ৭ নম্বরে ধোনি হবেন তাঁর ‘স্বয়ংক্রিয় পছন্দ’। অবশ্য ঠিক কার জায়গায় ধোনিকে নিতেন, সেটি উল্লেখ করেননি তিনি।

খেলার সঙ্গে ধারাভাষ্যও চালিয়ে যাওয়া কার্তিক গত জুনে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে এরপর অবসর ভেঙে আবার সামনের এসএ২০-তে খেলার ঘোষণা দেন তিনি। আইপিএলের আগামী দুই মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরামর্শক ও ব্যাটিং কোচ হিসেবেও কাজ করার কথা আছে তাঁর।