‘ডাবল সেঞ্চুরির পরও তিন ম্যাচ খেলনি কেন রে ভাই’—কিষানকে রোহিতের প্রশ্ন
‘কিষান, ডাবল সেঞ্চুরির পরও তিন ম্যাচ খেলনি কেন রে ভাই’—কথাটা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। অধিনায়ক রোহিত অবশ্য মজা করেই কথাটা বলেছিলেন। ঈশান কিষান উত্তর দিয়েছেন তাঁর মতো করেই, ‘ভাই, অধিনায়ক তো আপনি…আপনিই ভালো জানেন।’
হ্যাঁ, রোহিতই ভালো জানেন। গত মাসে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পর কিষানকে কেন তিন ম্যাচ বসে থাকতে হয়েছে, সে ব্যাখ্যা আগেই দিয়েছেন ভারত অধিনায়ক। বলেছেন, ধারাবাহিকভাবে ভালো খেলা ক্রিকেটারের ওপরই বেশি আস্থা রাখছেন। আচমকা সুযোগ পেয়ে দ্বিশতক করা কিষানের জায়গায় যার ওপরে ভরসা রেখেছিলেন, সেই শুবমান গিল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন।
গত দেড় মাসে এ নিয়ে ভারতের দুজন তরুণ ওপেনার ডাবল সেঞ্চুরির দেখা পেলেন। আর অধিনায়ক রোহিত তো এরই মধ্যে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জেতার পর এই তিন ডাবল সেঞ্চুরিয়ান আড্ডায় মেতেছিলেন।
এই আড্ডার মধ্যমণি অবশ্য ছিলেন গিল। আর মাইক্রোফোন হাতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন রোহিত। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ইনিংস একাই টেনেছেন গিল। ডানহাতি এ ব্যাটসম্যান যেখানে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেলেছেন, সেখানে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ছিল রোহিতের ৩৪ রান। অধিনায়ক রোহিত তাই তরুণ ওপেনারের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মাইক্রোফোন হাতে রোহিত নিজেই গিলের কাছে প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ার অনুভূতি জানতে চান, ‘অসাধারণ অনুভূতি। শ্রীলঙ্কা সিরিজে প্রথম ও শেষ ওয়ানডেতেও (৭০ ও ১১৬ রান) আমার ইচ্ছে ছিল আরও বড় কিছু করার। কিন্তু তা হয়ে ওঠেনি। এই ম্যাচে আবার ভালো শুরু পেয়ে যাওয়ার পর আমার সামনে সুযোগ আসে বড় ইনিংস খেলার। খুব ভালো লাগছে সুযোগটা কাজে লাগাতে পেরেছি।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে খেলার সুযোগই পাননি কিষান। নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁকে দলে নেওয়া হয়। তবে পজিশন বদলে খেলানো হয় চারে। যদিও এই পজিশনে রান পাননি। আউট হন ৫ রান করে। রোহিত এরপর কিষানকে মজা করে জিজ্ঞেস করেন, ৪ নম্বরে ব্যাট করতে ভালো লাগে? হাসতে হাসতে কিষান বলেন, ‘অনেক অনেক ভালো লাগে চারে ব্যাট করতে। কোনো সমস্যা নেই।’