পেরুর বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার দল যেমন হতে পারে

অধিনায়কত্ব করবেন দি মারিয়ারয়টার্স

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলবে পেরুর বিপক্ষে। ম্যাচটি হবে রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায়। এ ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা। চিলির বিপক্ষে পাওয়া চোটের কারণে মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা।

স্বাভাবিকভাবেই তাই আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসবে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কাল মেসির পরিবর্তে আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন আনহেল দি মারিয়া।

দ্বিতীয় ম্যাচে দি মারিয়ার জায়গায় শুরু করেছিলেন নিকোলাস গঞ্জালেস। কোপা আমেরিকায় কাল অভিষেক হতে পারে তরুণ আলেহান্দ্রো গারনাচোর।

ছন্দে আছেন লাওতারো মার্তিনেজ
ইনস্টাগ্রাম

এবারের আসরে দুই ম্যাচে দুটি গোল করেছেন লাওতারো মার্তিনেজ, যা এখন পর্যন্ত টুর্নামেন্ট সর্বোচ্চ। তবে আগের দুই ম্যাচে তিনি নেমেছিলেন বদলি হিসেবে। কাল প্রথম একাদশে মার্তিনেজের থাকার সম্ভাবনাই বেশি।

আর্জেন্টিনার মিডফিল্ডে থাকছেন যথারীতি এজেকিয়েল পালাসিওস ও লিয়ান্দ্রো পারাদেস। সুযোগ পেতে পারেন প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া মিডফিল্ডার ভালেন্তিন কার্বনি। কার্বনি সুযোগ না পেলে জিওভান্নি লো সেলসো ম্যাচের প্রথম থেকে খেলতে পারেন। কানাডা ও চিলির বিপক্ষে বদলি হিসেবে খেলেছিলেন লো সেলসো।

আরও পড়ুন

কাল পেরুর বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণে কয়েকটি পরিবর্তন আসতে পারে। সুযোগ পেতে পারেন গঞ্জালো মন্তিয়েল, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি। চিলির বিপক্ষ তাঁদের কেউই শুরুর একাদশে ছিলেন না।

কাল মেসি না খেললেও কোয়ার্টার ফাইনাল থেকে খেলার কথা মেসির। কারণ, বড় কোনো চোট নয়, পুরো মেসিকে পেতে এক ম্যাচ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ডান পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন মেসি। চিলির বিপক্ষে ম্যাচে বিরতির পর দেরিতে মাঠে ফেরার অপরাধে স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। পেরুর বিপক্ষে তাই ডাগআউটে দেখা যাবে না স্কালোনিকে।

আরও পড়ুন