জাকির-নাজমুলের ব্যাটে লড়ছে বাংলাদেশ ‘এ’ দল

৮১ রানে অপরাজিত জাকির হাসানছবি: বিসিবি

জাকির হাসান ও নাজমুল হোসেনের ব্যাটে ভারত ‘এ’ দলের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ ‘এ’ দল। দুজনের জোড়া ফিফটিতে তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের রান ১ উইকেটে ১৭২।

জাকির ৮১ রানে অপরাজিত আছেন। ৫৬ রানে অপরাজিত নাজমুল। তারপরও আজ তৃতীয় দিন শেষে ভারত ‘এ’ দল ১৮১ রানে এগিয়ে আছে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিন ৫ উইকেটে ৪০৪ রানে দিন শেষ করা ভারত ‘এ’ দল আজ ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করে।

আগের দিন অভিমন্যু ঈশ্বরন (১৪২) ও যশস্বী জয়সোয়ালের (১৪৫) সেঞ্চুরির পর আজ ৭১ রান যোগ করেন উপেন্দ্র যাদব। তাতে ৩৫৩ রানের বিশাল লিড পেয়ে যায় ভারতীয়রা।

মাঠ ছাড়ছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা
ছবি: বিসিবি

প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হলেও আজ বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়েছে। ওপেনার মাহমুদুল হাসান ও জাকির উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করেন। সৌরভ কুমারের বলে কাভারে সহজ ক্যাচ না দিলে মাহমুদুলের ইনিংসটি বড় হতে পারত। ৮৮ বল খেলে ২১ রান করেছেন তিনি।

দিনের বাকি সময়ে আর কোনো উইকেট পড়তে দেননি দুই বাঁহাতি জাকির ও নাজমুল। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ১০১ রান যোগ করেছেন দাপটের সঙ্গে।

ম্যাচ বাঁচাতে হলে আগামীকাল দুজনকেই দীর্ঘ সময় ব্যাটিং করে যেতে হবে।