‘সাকিব চাইলে সামনের বছর থেকেই বিপিএলের সিইওর দায়িত্ব পালন করুক’
সাকিব আল হাসানের বিপিএল নিয়ে সমালোচনা করে করা মন্তব্য দিন শেষে এ টুর্নামেন্টের প্রচারণার জন্যই ভালো, এমন মন্তব্য করেছেন বিপিএলের গভর্নিং বডির সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক। বিপিএলের চেয়ে প্রিমিয়ার লিগ ভালো টুর্নামেন্ট—এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ইসমাইল উল্টো প্রশ্ন তুলেছেন, ‘সাকিব তো কখনো বিপিএল মিস দেয় না!’
বিপিএল শুরুর আগে এ টুর্নামেন্টকে রীতিমতো ধুয়ে দেন সাকিব। পরে তাঁর সঙ্গে একমত হয়ে মন্তব্য করেন মাশরাফি বিন মুর্তজাও। গতকাল টুর্নামেন্ট শুরুর আগের দিন স্পনসরদের এক সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহীকেও সামলাতে হয় কঠিন সব প্রশ্ন।
এরপর বিপিএলের নতুন মৌসুমের প্রথম ম্যাচের পর আজ সংবাদ সম্মেলনে আসেন টুর্নামেন্টের গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল, সদস্যসচিব ইসমাইল ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন।
সেখানে বিপিএলের প্রচারণায় ঘাটতি আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ইসমাইল বলেন, ‘সাত দিন যাবৎ সব সংবাদমাধ্যমে বিপিএল নিয়ে কথা হচ্ছে। আজ যদি সাকিবের এটা আলাপ না হতো, তাহলে তো এত প্রচারণা হতো না। ইতিবাচক-নেতিবাচক যা–ই হোক, এটি ভালো।’
সাকিবকে নিজেদের লোক উল্লেখ করে ইসমাইল বলেন, ‘একটু আগেও সাকিব আমাদের সঙ্গে কথা বলেছে। এখানে আসার আগে মাশরাফির সঙ্গে কথা বলছিলাম। দেখেন, আমরা সবাই একই পরিবারের। মত ভিন্ন থাকতেই পারে। সাকিব তো আমাদেরই লোক। পরিবর্তন তো আমরাও চাই। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনৈতিক কাঠামোটা কী।’
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বিপিএলের চেয়েও ভালো, সাকিবের এমন মন্তব্যের জবাবে ইসমাইল বলেন, ‘কেউ বলতেই পারে। আমি তো দেখি সাকিব প্রিমিয়ার ডিভিশনে অনেক খেলা খেলে না। কিন্তু আজ পর্যন্ত তো বিপিএল মিস দেয় নাই। ওকে যদি আমি পালটা প্রশ্ন করি? বলতেছে প্রিমিয়ার ডিভিশনের চেয়ে খারাপ। এটা আসলে বিতর্ক না। ও আমাদেরই লোক। আমাদের সীমাবদ্ধতা আছে।’
পরে তিনি যোগ করেন, ‘আমি তো প্রিমিয়ার লিগে একটা দলের পরিচালক। সেখানে স্পনসর সর্বোচ্চ আসে ১ কোটি টাকা। আর এখানে একটা থেকেই আসে ৬০ কোটি টাকা। তুলনাটা আসে না তাই।’
নিজে বিপিএলের প্রধান নির্বাহী হলে এক-দুই মাসের মধ্যে সব বদলে দিতে পারবেন, সাকিবের এমন মন্তব্যের জবাবে সোহেল বলেন, ‘আমি প্রথমে সাকিবকে স্বাগতম জানাই ও ধন্যবাদ। ও যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, যেটা ও আগ্রহ প্রকাশ করেছে, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে আসার জন্য স্বাগতম জানাই। ও যদি চায়, সামনের বছর থেকেই সিইওর দায়িত্বটা পালন করুক।’
তবে আপাতত সাকিবের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে না বিসিবি, জানিয়েছেন নিজামউদ্দিন, ‘এটা সঠিক সময় না। আমি কালকেও বলেছি, আমরা সুন্দর টুর্নামেন্টে এগিয়ে যাচ্ছি, আমরা আশা করব আপানারা সহযোগিতা করবেন। এখন এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সফলভাবে টুর্নামেন্ট শেষ করা। আরও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে আপনাদের পরামর্শ চাই। এগুলোই আমাদের কাছে মূল্যবান এখন।’