দুবে নেই, আছেন ১৫৬.৭ গতিতে বল করা মায়াঙ্ক—কেমন হবে ভারতের একাদশ

অভিষেক হতে পারে মায়াঙ্কেরবিসিসিআই

কাগজে–কলমে এটি ভারতের অনেকটা দ্বিতীয় সারির দল। অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া আছেন। তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই ঋষভ পন্ত, যশপ্রীত বুমরা, যশস্বী জয়সোয়ালরা।

তাঁদের জায়গায় অপেক্ষাকৃত কম অভিজ্ঞ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ সিরিজে সুযোগ পাওয়া এসব ক্রিকেটারের সামর্থ্যও কম নয়! বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কেমন হতে পারে ভারতের একাদশ?

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে ওপেন করেছিলেন শুবমান গিল ও জয়সোয়াল। এ দুজন যেহেতু নেই, তাঁদের জায়গায় বাংলাদেশের বিপক্ষে ওপেন করতে পারেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। উইকেটকিপার ব্যাটসম্যান স্যামসন শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই ম্যাচে কোনো রান করতে পারেননি।

এরপরও বাংলাদেশ সিরিজে তাঁর ওপরই ভরসা রেখেছে ভারত। অভিষেক ও স্যামসন ছাড়া বাংলাদেশের বিপক্ষে দলে আর কোনো ওপেনার রাখেনি তারা। স্যামসন ওপেনিং থেকে মিডল অর্ডার সবখানেই ব্যাটিং করতে অভ্যস্ত।

আরও পড়ুন

অভিষেক তো নিজের খেলা দ্বিতীয় টি-টোয়েন্টিতেই সেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কা সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে ৪৭ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক। গিল ও জয়সোয়ালের পরও এই মুহূর্তে তৃতীয় ওপেনার হিসেবে অভিষেকই ভারতের পছন্দ। নিজেকে গত আইপিএলে তিনি প্রমাণও করেছেন। মেরেছিলেন টুর্নামেন্ট সর্বোচ্চ ৪২ ছক্কা। মোট রান করেছিলেন ৪৮৪, এর মধ্যে ৩৯৬ রানই বাউন্ডারি থেকে।

তিন নম্বরে ব্যাটিং করবেন সূর্যকুমার
বিসিসিআই

তিন নম্বরে আসবেন যথারীতি সূর্যকুমার। তাঁকে নিয়ে বেশি শব্দ খরচ করার প্রয়োজন নেই। চার নম্বরে দেখা যেতে পারে অলরাউন্ডার রিয়ান পরাগকে। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলেও এর আগে জিম্বাবুয়ে সিরিজে চার নম্বরে ব্যাটিং করেছেন পরাগ। পন্তের অনুপস্থিতে বাংলাদেশ সিরিজেও ভারতের ব্যাটিং লাইনআপে চারেই দেখা যেতে পারে তাঁকে।

পিঠের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন অলরাউন্ডার শিবম দুবে। তাঁর বদলি হিসেবে রোববার সকালে দলের সঙ্গে যোগ দেবেন তিলক বর্মা। দুবে দলে থাকলে ৫ নম্বরেই দেখা যেত তাঁকে। দলের প্রয়োজনে মাঝেমধ্যে হার্দিক পান্ডিয়ার সঙ্গে জায়গা অদলবদলও হয়তো করতেন। তবে দুবের জায়গায় সুযোগ পাওয়া তিলকের প্রথম ম্যাচের একাদশে সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি।

টি-টোয়েন্টিতেও তিলক খানিকটা সময় নিয়ে ব্যাটিং করেন। এ কারণে টপ অর্ডারেই বেশি দেখা যায় তাঁকে। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে যে ১৬টি ম্যাচে খেলেছেন, এর মধ্যে ৮টিতেই ব্যাটিং করেছেন তিন নম্বরে। ৪টিতে চার নম্বরে। ৫ নম্বরে ব্যাটিং করেছেন ২ ইনিংসে। এই দুই ইনিংসে ব্যাটিং করেছেন ১২৬.৪৭ স্ট্রাইক রেটে। তাঁকে একাদশে না রাখলে ৫ নম্বরে ভারতের সেরা বিকল্প হতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা নীতিশ কুমার।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।

সর্বশেষ আইপিএলে ১১ ইনিংসে ২১ ছক্কা মারা এই ক্রিকেটার ৫ নম্বরে নেমে ঝড় তোলার সামর্থ্য রাখেন। এরপর আসবেন পান্ডিয়া ও রিংকু সিং। ডানহাতি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দলে থাকার কথা ওয়াশিংটন সুন্দরেরও।

নতুন বলে বাংলাদেশকে ভোগাতে পারেন সুন্দর
বিসিসিআই

বল হাতে অনেকটা রবিচন্দ্রন অশ্বিনের মতো ভূমিকা রাখতে পারেন সুন্দর। নতুন বলে হতে পারেন কার্যকর। তবে অশ্বিনের সঙ্গে ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের পার্থক্য হলো ব্যাটিংয়ে। সংক্ষিপ্ত সংস্করণে অশ্বিনের চেয়ে ব্যাট হাতে বেশি কার্যকর সুন্দর। খেলতে পারেন ওপেনিং থেকে শুরু করে সব জায়গাতেই। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অবশ্য তিনি ৫ নম্বরের ওপরে ব্যাটিং করেননি।

আরও পড়ুন

রবি বিষ্ণয়, নাকি বরুণ চক্রবর্তী, বাংলাদেশের বিপক্ষে একাদশে দেখা যাবে যেকোনো একজনকে। এই জায়গার জন্য বরুণের চেয়ে এগিয়ে আছেন রবি। যুজবেন্দ্র চাহাল দল থেকে বাদ পড়ার পর বিষ্ণয় ভারত দলে নিয়মিত। খেলেছেন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচে।

তিন বছর পর দলে ফিরেছেন বরুণ
বিসিসিআই

তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফেরানো হয়েছে রহস্য স্পিনার বরুণকে, যিনি সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ সালে। ২০২৪ আইপিএলের ট্রফি জেতা কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়েছিলেন বরুণ। আর এই মৌসুমে কলকাতার দায়িত্বে ছিলেন বর্তমানে ভারতের কোচ গৌতম গম্ভীর। কোনো পরিকল্পনা নিয়েই হয়তো এই স্পিনারকে দলে ফেরানো হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে আইপিএলে ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বোলিং করা মায়াঙ্ক যাদবের। ২২ বছর বয়সী এই পেসার এ বছরই প্রথম আইপিএলে খেলেন। আর প্রথমবারেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নেমে গতির ঝড় তুলে নজর কাড়েন।

চোটে ছিটকে যাওয়ার আগে খেলেছেন মাত্র ৪ ম্যাচ, নেন ৭ উইকেট। বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে তাই তাঁকে একটা সুযোগ দিয়ে দেখতে পারে ভারত। চোটপ্রবণ এই পেসারকে অবশ্য সিরিজের সব ম্যাচ খেলানোর কথা নয় তাদের। অভিষেকের অপেক্ষায় থাকা হারশিত রানা হতে পারেন মায়াঙ্কের বিকল্প। অন্য পেসার হিসেবে জায়গা নিশ্চিত অর্শদীপ সিংয়ের।

আরও পড়ুন