পিসিবির বিরুদ্ধে ‘পক্ষপাতিত্ব ও মিথ্যা প্রতিশ্রুতি’র অভিযোগ তুলে টুর্নামেন্ট বর্জন শেহজাদের
এ বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসর নিয়েছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজিগুলো পরিকল্পিতভাবেই তাঁকে দলে নেয় না—তুলেছিলেন এমন অভিযোগও। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত চ্যাম্পিয়নস কাপ থেকে নাম সরিয়ে নিলেন আহমেদ শেহজাদ।
৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান পিসিবির বিরুদ্ধে পক্ষপাতিত্ব, মিথ্যা প্রতিশ্রুতি এবং অবিচারের অভিযোগ করেছেন। একই সঙ্গে পাকিস্তানের দারিদ্র্য এবং মূল্যস্ফীতির প্রসঙ্গ টেনে চ্যাম্পিয়নস কাপে দেদার ব্যয়ের প্রসঙ্গও তুলেছেন।
আগস্ট মাসের শুরুর দিকে পিসিবি ‘চ্যাম্পিয়নস ইভেন্টস’ নামের একটি টুর্নামেন্ট-সূচির ঘোষণা দেয়, যার অধীনে প্রথম শ্রেণি, ৫০ ওভার ও টি-টোয়েন্টি সংস্করণের তিনটি নতুন ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ব্যবধান কমানো’র লক্ষ্যে আয়োজিত এই তিন প্রতিযোগিতার মধ্যে চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ আয়োজন করা হবে সেপ্টেম্বরে।
টুর্নামেন্টটিতে অংশ নেবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট দিয়েছেন শেহজাদ, ‘আমি চ্যাম্পিয়নস কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। ঘরোয়া খেলোয়াড়দের প্রতি পিসিবির পক্ষপাতিত্ব, মিথ্যা প্রতিশ্রুতি এবং অবিচারের বিষয়গুলো অগ্রহণযোগ্য।’
পিসিবি চ্যাম্পিয়নস কাপের পাঁচটি দলের জন্য পাঁচ সাবেক ও বর্তমান ক্রিকেটারকে মেন্টর বা পরামর্শক নিয়োগ দিয়েছেন। তাঁরা হচ্ছেন মিসবাহ-উল-হক, সাকলায়েন মুশতাক, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক ও ওয়াকার ইউনিস। পাকিস্তানের হয়ে ২০১৯ সালে সর্বশেষ খেলা শেহজাদ এই মেন্টরদের পেছনে ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘যখন পাকিস্তান মূল্যস্ফীতি, দারিদ্র্য এবং ভয়াবহ বিদ্যুৎ বিল নিয়ে হিমশিম খাচ্ছে, তখন পিসিবি কিছুই না করার জন্য এবং বর্তমান দলের ব্যর্থ খেলোয়াড়দের পুরস্কৃত করার জন্য মেন্টরদের পেছনে ৫০ লাখ রুপি নষ্ট করছে, যারা পাকিস্তানের ক্রিকেটকে তলানিতে নিয়ে এসেছে।’
পাকিস্তানের ক্রিকেট–কাঠামো ব্যর্থ উল্লেখ করে শেহজাদ আরও লেখেন, ‘একজন পাকিস্তানি এবং সত্যিকারের ক্রিকেটপ্রেমী হিসেবে আমি সেই কাঠামোকে সমর্থন করতে পারি না, যেখানে মেধার কোনো মূল্য নেই। আমি এই ব্যর্থ কাঠামোর অংশ হওয়াটা প্রত্যাখ্যান করছি।’
শেহজাদের সরে যাওয়া চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ ১২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হচ্ছে ডলফিনস, লায়নস, প্যানথারস, স্ট্যালিয়নস ও উলভস।