পাকিস্তানকে বারবার খোঁচানোর কারণ জানালেন শেবাগ

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগফাইল ছবি

সুযোগ পেলেই পাকিস্তান ক্রিকেট নিয়ে খোঁচা দিতে দেখা যায় বীরেন্দর শেবাগকে। বিভিন্ন সময় পাকিস্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্তও করেছেন ভারতের সাবেক এই ওপেনার। এই তো দুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হারের পর শেবাগ টুইট করে লিখেছিলেন, ‘পাকিস্তান জিন্দাভাগ। বাড়ি ফেরায় বিমান ভ্রমণ নিরাপদ হোক।’ এ সময় ‘বাই বাই পাকিস্তান’ লেখা একটি ছবিও জুড়ে দেন শেবাগ।

পোস্টটি সামনে আসার পর থেকেই আলোচনায় শেবাগ। এর মধ্যে টুইটারে আরেকটি পোস্ট দিয়ে হাসিঠাট্টা করার কারণ ব্যাখ্যা করেছেন শেবাগ। তিনি বলেছেন, বিভিন্ন সময় পাকিস্তানিদের কটাক্ষের কারণেই তাঁর এমন রুদ্রমূর্তি। এ সময় বেশ কয়েকটি ঘটনাও তুলে ধরেন শেবাগ। পোস্টে তুলনামূলক দুটি ছবিও জুড়ে দেন।

আরও পড়ুন

একটি ছবিতে দেখা যায় ২০২২ সালের ১০ নভেম্বর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পোস্টের স্ক্রিনশট। যেখানে ভারতকে ১০ উইকেটে হারানো দুটি দল পাকিস্তান (পাকিস্তান হারিয়েছিল মূলত আগের বিশ্বকাপে) ও ইংল্যান্ডের ফাইনাল খেলার দিকে ইঙ্গিত দেন শাহবাজ। অন্য ছবিটি ছিল শেবাগের পাকিস্তানকে বিদায় জানানোর পোস্টের স্ক্রিনশট। এই ছবি দুটির নিচে লেখা ছিল, ‘প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।’

আর মূল পোস্টের শুরুতে শেবাগ একুশ শতকে বিশ্বকাপে ভারত-পাকিস্তান দুই দলের পারফরম্যান্সের তুলনা করেছেন এভাবে, ‘২১ শতকে ছয়টি বিশ্বকাপ হয়েছে। এই ছয়বারের মধ্যে শুধু ২০০৭ সালে আমরা সেমিফাইনালে যেতে পারিনি। বাকি পাঁচবারই আমরা সেমিফাইনালে খেলেছি। অন্যদিকে এই ছয়বারে পাকিস্তান শুধু একবার সেমিফাইনাল খেলেছে, ২০১১ সালে। আর তারা কিনা আইসিসি এবং বিসিসিআইয়ের ওপর বল ও পিচ বদলানোর হাস্যকর অভিযোগ করে।’

এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রীর করা কটাক্ষের কথা মনে করিয়ে দিয়ে শেবাগ লিখেছেন, ‘তাদেরকে হারানোর পর আমরা যখন অন্য দলের বিপক্ষে হারি, তখন তাদের প্রধানমন্ত্রী আমাদের নিয়ে হাসাহাসি করে। তাদের খেলোয়াড়েরা হায়দরাবাদে চা খাওয়ার ছবি পোস্ট করে আমাদের সৈনিকদের নিয়ে ঠাট্টা করে।’

আরও পড়ুন

ঘৃণার জবাব ঘৃণা দিয়ে দেওয়া হবে মন্তব্য করে শেবাগ আরও লিখেছেন, ‘পিসিবির প্রধান ক্যামেরার সামনে আমাদের দেশকে বলে দুশমন দেশ। আর ঘৃণার বিনিময়ে তারা ভালোবাসা দাবি করে। যারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে আমরাও খুব ভালো। কিন্তু যারা এমন আচরণ করে, তাদের সেটা সুদসহ বুঝিয়ে দেওয়া হলো আমার জবাব দেওয়ার প্রক্রিয়া। মাঠে ও মাঠের বাইরেও।’

অনেক ভারতীয় সমর্থক এই পোস্টে শেবাগকে সমর্থন দিয়েছেন। একজন লিখেছেন, ‘মাঠে খেলার সময়ও পাকিস্তানকে তুমি জবাব দিতে। এখনো তাই দিয়ে যাচ্ছ।’ আরেকজন লিখেছেন, ‘এক হাতে পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।’