২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

স্টার স্পোর্টসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রোহিত শর্মা

স্টার স্পোর্টসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রোহিত শর্মাএএফপি

আইপিএলের ব্রডকাস্টিং চ্যানেল স্টার স্পোর্টসের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এমন চলতে থাকলে সমর্থক, ক্রিকেটার ও ক্রিকেটের মধ্যে আস্থার জায়গা ভেঙে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার স্পোর্টসে প্রচারিত একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। তাতে রোহিতকে বলতে শোনা যায়, ‘ভাই, অডিওটা বন্ধ করেন, এমন একটা অডিও আমাকে ঝামেলায় ফেলে দিয়েছে।’ মুম্বাইয়ের সাবেক পেসার ধাওয়াল কুলকার্নির সঙ্গে সে সময় কথা বলছিলেন রোহিত।

রোহিতের সে অনুরোধ যে রাখা হয়নি, সেটি স্পষ্টই। এরপর আজ এক্সে এক পোস্টে রোহিত লেখেন, ‘ক্রিকেটারদের জীবনটা এখন অনধিকার প্রবেশের জায়গা হয়ে গেছে। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আমাদের ব্যক্তিগত আলোচনা আর প্রতিটা ধাপ রেকর্ড করা হচ্ছে ক্যামেরায়, সেটি অনুশীলনে বা ম্যাচের দিন।’  

আরও পড়ুন

এরপর তিনি বলেন, ‘স্টার স্পোর্টসকে আমার কথা রেকর্ড না করতে বলা হলেও সেটি করা হয়েছে, এরপর সম্প্রচারও করা হয়েছে। এটি গোপনীয়তার লঙ্ঘন।’

মৌসুমটা ভালো যায়নি পান্ডিয়া-রোহিতের মুম্বাইয়ের
এএফপি

এমন চলতে থাকলে সামনে আরও গুরুতর পরিস্থিতি তৈরি হবে বলেও মনে করেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে খেলা রোহিত, ‘এক্সক্লুসিভ কনটেন্টের চাহিদা আর শুধু ভিউ ও এনগেজমেন্টের দিকে নজর থাকলে একদিন এটি সমর্থক, ক্রিকেটার ও ক্রিকেটের মধ্যে আস্থার জায়গাটি নষ্ট করে দেবে।’

রোহিত এরপর যোগ করেছেন, ’সবার বোধোদয় হোক।’

এমনিতে রোহিতের দল মুম্বাই ইন্ডিয়ানসের এ মৌসুমটা বেশ গোলমেলে কেটেছে। মৌসুমের শুরুতে রোহিতকে সরিয়ে দলটি নেতৃত্ব দেয় হার্দিক পান্ডিয়াকে, যিনি মুম্বাই ছেড়ে দুই মৌসুম নতুন দল গুজরাট টাইটানসে খেলে আসেন। পান্ডিয়াকে এরপর বিভিন্ন মাঠে দুয়োও শুনতে হয়।

এবার প্রথম দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়ে মুম্বাই। সামনের মৌসুমে রোহিতকে আর দলটির হয়ে খেলতে দেখা যাবে কি না, এমন আলোচনাও উঠেছে

আরও পড়ুন

আইপিএল আগেভাগেই শেষ হয়ে যাওয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর দেওয়ার সুযোগ পাচ্ছেন রোহিত। আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে ভারতকে নেতৃত্ব দেবেন তিনি, তাঁর সহকারী হিসেবে থাকবেন পান্ডিয়া। স্টার স্পোর্টস আইসিসিরও অফিশিয়াল ব্রডকাস্টার।

৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ। এর আগে ১ জুন বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে রোহিতের দলের।