কোহলি–ভক্তদের ‘ইংরেজি জ্ঞান’ নিয়ে প্রশ্ন সৌরভের
সৌরভ গাঙ্গুলীর এক টুইট বিতর্কের ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ঝড়টা তুলেছিলেন বিরাট কোহলির ভক্তরা। রোববার গুজরাট টাইটানসের কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সে ম্যাচে কোহলির সপ্তম সেঞ্চুরিতে ১৯৮ রান তোলে বেঙ্গালুরু, যা শুবমান গিলের পাল্টা সেঞ্চুরিতে ১৯.১ ওভারে পেরিয়ে যায় গুজরাট।
ম্যাচের পর টুইটে গিলের নাম উল্লেখ করে সেঞ্চুরির প্রশংসা করেন সৌরভ। টুইটটি ছিল এ রকম—‘এই দেশ কী এক প্রতিভার জন্ম দিয়েছে... শুবমান গিল... ওয়াও... দুই অর্ধে দুটি দুর্দান্ত সেঞ্চুরি... আইপিএল... কী অসাধারণ মান এই প্রতিযোগিতার!
সৌরভের সেই দুটি টুইট
গিলের আগে কোহলিও সেঞ্চুরি করেছেন, কিন্তু তাঁর নাম এড়িয়ে যাওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন কোহলি-ভক্তরা। এ নিয়ে বিভ্রান্তিও দেখা দেয় অনেকের মধ্যে। সেদিন বেঙ্গালুরু-গুজরাট ম্যাচের আগে মুখোমুখি হয়েছিল মুম্বাই-হায়দরাবাদ। ওই ম্যাচে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে মুম্বাই ইন্ডিয়ানস সানরাইজার্স হায়দরাবাদের ২০১ রানের সংগ্রহ পেরিয়ে যায়। সৌরভ টুইটে ‘দুই সেঞ্চুরি’র উল্লেখ করায় কোহলি-ভক্তরা ধারণা করেন, ভারতের সাবেক অধিনায়ক শুধু গিল আর গ্রিনের সেঞ্চুরির কথা বলেছেন, এড়িয়ে গেছেন কোহলিরটা।
কোহলি-ভক্তরা প্রশ্ন তোলেন, তবে কী এমন একটা টুইট করে সৌরভ কোহলির সঙ্গে নিজের বিরোধটাই আবার উসকে দিলেন? বিতর্কটা এমন মাত্রা নিয়েছে যে সৌরভকে আরও একটি টুইট করে আগের টুইটের ব্যাখ্যা দিতে হয়েছে। ব্যাখ্যায় আছে ক্ষোভের ঝাঁজও। সৌরভ লিখেছেন, ‘সবাইকে একটা বিষয় মনে করিয়ে দিই। যাঁরা আমার সেই টুইটের ভিন্ন অর্থ করছেন, তাঁরা ইংরেজিটা বোঝেন, আশা করি। যদি না বোঝেন, তাহলে দয়া করে অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কাউকে দিন।’
সৌরভ বোঝাতে চেয়েছেন, তিনি শুবমান গিলের প্রশংসা করতে গিয়ে কোহলিকেও বাদ দেননি। ‘দুই অর্ধে’ বলতে ভিন্ন দুটি ম্যাচ বোঝাননি, এক ম্যাচেরই দুটি ইনিংস বুঝিয়েছেন, যে ইনিংসের একটিতে গিল আরেকটিতে কোহলি সেঞ্চুরি করেছেন।
বিসিসিআই সভাপতি থাকার সময়ই সৌরভের সঙ্গে ঝামেলার শুরু কোহলির। এই ঝামেলা দৃষ্টিকটু পর্যায়ে যায় গত ১৫ এপ্রিল দিল্লি ক্যাপিটালস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের পর। সেই ম্যাচ শেষে কোহলির সঙ্গে হাত মেলাননি সৌরভ। এরপর কোহলি তাঁকে ইনস্টাগ্রামে আনফলো করেন। সৌরভ এর জবাব দেন কোহলিকে আনফলো করে।
তবে ৬ মে দিল্লি-বেঙ্গালুরু ম্যাচের পর সৌরভ কোহলির সঙ্গে হাত মিলিয়ে পরিস্থিতি শান্ত করার আভাস দেন। যদিও দুজনের সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায় নিয়ে এলেন ভক্তরা।