২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

গ্রিনের প্রথম পাঁচে আবারও ২০০ রানের নিচে থামল প্রোটিয়ারা

টেস্ট ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের দেখা পেয়েছেন ক্যামেরন গ্রিনএএফপি

তিন দিন আগে অস্ট্রেলিয়ার হয়ে একটি রেকর্ড গড়েছিলেন ক্যামেরন গ্রিন। আইপিএল নিলামে তাঁর দাম উঠেছে ১৭ কোটি ৫০ লাখ রুপি, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গ্রিনের সেই রেকর্ড দাম তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের কারণে।

এবার এমসিজিতে বল হাতেও রেকর্ড গড়লেন ডানহাতি এ অলরাউন্ডার। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের দেখা। বোলার গ্রিনের দিনে প্রোটিয়ারা প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ১৮৯ রানে। এ নিয়ে সর্বশেষ ৭ ইনিংসেই দুই শ–এর কমে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

দিনের শেষ বেলায় ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ৪৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের শততম টেস্টে ডেভিড ওয়ার্নার অপরাজিত ৩২ রানে, তাঁর সঙ্গী মারনাস লাবুশেনের রান ৫।

আরও পড়ুন

কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে স্মরণ করে শুরু হওয়া বক্সিং ডে টেস্টের প্রথম দিনে টসে জিতেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান তিনি।

ম্যাচ শুরুর আগে ‘ফ্লপি হ্যাট’ পরে ওয়ার্নকে স্মরণ করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা
ছবি: এএফপি

যে কারণে আগে বোলিং নেওয়া, উইকেটের সেই সুবিধা নিতে অপেক্ষা করতে হয়েছে ১১তম ওভার পর্যন্ত। সারেল আরউইকে স্লিপে ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম উইকেট এনে দেন স্কট বোলান্ড।

গ্রিন তাঁর প্রথম উইকেট তুলে নেন তিনে নামা থিউনিস ডি ব্রুইনকে আউট করে। ৩১ বলে ১২ রান করেন ডি ব্রুইন। অধিনায়ক ডিন এলগার রানআউট আর টেম্বা বাভুমাকে মিচেল স্টার্ক তুলে নিলে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন কাইল ভেরেইনে ও মার্কো ইয়ানসেন। পঞ্চম উইকেট জুটিতে এ দুজন যোগ করেন ১১২ রান। দুজনেই করেছেন ফিফটি। ভেরেইনে-ইয়ানসেনের দুজনকেই আউট করে প্রোটিয়াদের বেশি দূর বাড়তে দেননি গ্রিন। ভেরেইনে ৯৯ বলে ৫২ আর ইয়ানসেন ১৩৬ বলে ৫৯ রান করেন।

এমসিজিতে শততম টেস্ট খেলছেন ডেভিড ওয়ার্নার
এএফপি

গ্রিন পরে কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডিকে তুলে নিয়ে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়ে যান। এর জন্য অবশ্য রান দিয়েছেন মাত্র ২৭টি।

এর আগে অবশ্য ওয়ার্নকে স্মরণ করতে আরেকটি আয়োজন করা হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তাঁর টেস্ট ক্যাপ ৩৫০ নম্বর। এটা স্মরণ করতে স্থানীয় সময় ৩টা ৫০ মিনিটে এক মিনিটের জন্য খেলা থামিয়ে রাখা হয়। এ সময় গ্যালারিতে ওয়ার্নের বিখ্যাত ‘ফ্লপি হ্যাট’ মাথা থেকে খুলে হাততালিতে তাঁকে স্মরণ করেন গ্যালারিতে আসা দর্শক।