জাদেজা বললেন, ‘আমরা আরও ১২০–১৫০ রান করতে চাই’
ভারতের লিডটা কত হবে আর বাংলাদেশই–বা দ্বিতীয় ইনিংসে কী করতে পারবে—চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রশ্ন এখন এটাই। দিনের খেলা শেষে মাঠে সম্প্রচার টেলিভিশনকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে দ্বিতীয় ইনিংসে ভারতের লক্ষ্য আর বাংলাদেশকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন রবীন্দ্র জাদেজা।
ভারতের স্পিনিং অলরাউন্ডার জাদেজা নিজেদের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো স্কোর গড়তে হবে। আমরা আরও ১২০ থেকে ১৫০ রান যোগ করতে চাই।’ এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা নিয়ে জাদেজার কথা, ‘যত দ্রুত সম্ভব তাদের অলআউট করতে চাই।’
প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর ভারতকে বড় স্কোর এনে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজা। সপ্তম উইকেট জুটিতে দুজন মিলে করেছেন ১৯৯ রান। অশ্বিন নিজের শহর চেন্নাইয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন। কিন্তু ১৪ রানের জন্য সেঞ্চুরি পাননি জাদেজা। ভারতও অলআউট হওয়ার আগে করতে পারে ৩৭৬ রান।
নিজের সেঞ্চুরি না পাওয়া নিয়ে খুব একটা আক্ষেপ নেই জাদেজার। দলের জন্য অবদান রাখতে পেরেই খুশি তিনি, ‘আজ আউট হয়ে গেছি। এটা খেলারই অংশ।’ এরপর অশ্বিনের দুর্দান্ত ব্যাটিং নিয়ে জাদেজা বলেছেন, ‘অশ্বিনের কোনো পরামর্শের প্রয়োজন নেই। আমি শুধু তাকে বলেছি, আমরা কোনো ভুল করব না। কারণ, উইকেট ভালো ছিল আর আমরাও ভালো ব্যাটিং করছিলাম।’
দ্বিতীয় ইনিংসে ভারতের পেসার বা স্পিনার, কোনো বোলারকেই সেভাবে সামলাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ অলআউট হওয়ার আগে করতে পেরেছে ১৪৯ রান। বাংলাদেশের ব্যাটিং এভাবে ধসে যাওয়ার পেছনে উইকেটের কোনো ভূমিকা আছে কি না, প্রশ্ন করা হয়েছিল জাদেজাকে।
উইকেট নিয়ে জাদেজার সহজ উত্তর ছিল এ রকম, ‘পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো। কিন্তু ফাস্ট বোলারদের জন্য এখানে কিছু আছে। কিছু বল সিম করছিল। ফাস্ট বোলাররা পরিশ্রম করতে পারলে উইকেট পেতে পারে।’ তবে স্পিনারদের জন্য কিছু নেই, চেন্নাইয়ের পিচ এমনও নয় বলে মনে করেন জাদেজা, ‘কিছু বল স্পিনও করে। কিছু বল আবার নিচু হয়ে যাচ্ছে।’
বাংলাদেশকে অল্প রানে অলআউট করতে ভারতের তিন পেসার যশপ্রীত বুমরা, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ মিলে নিয়েছেন ৮ উইকেট। আর জাদেজা পেয়েছেন ২ উইকেট। অশ্বিন অবশ্য ১৩ ওভার বল করে ২৯ রান দিয়ে কোনো উইকেট পাননি।