যে কারণে ব্যাটিংয়ে নামেননি আফিফ

৩ বছর পর বিপিএলে অর্ধশতক পেলেন আফিফ হোসেনছবি: শামসুল হক

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৯ উইকেট পড়ে যাওয়ার পরই জয়ের উদ্‌যাপন শুরু করে দিলেন রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। আফিফ হোসেন তখনো ব্যাটিংয়ে নামেননি, তবে তখন আদতে তিনি টিম হোটেলে। ম্যাচের মধ্যে অসুস্থ হয়ে পড়ে শেষ পর্যন্ত আর ব্যাটিং করা হয়নি তাঁর। যদিও ফিল্ডিং করেছিলেন তিনি।

আরও পড়ুন

পরে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক শুভাগত হোম জানিয়েছেন, ফিল্ডিং করার পর অসুস্থ বোধ করায় হোটেলে ফিরে যান আফিফ।

আফিফের আপডেট জানিয়ে চট্টগ্রামের মিডিয়া ম্যানেজার জানান, ‘সে কিছুটা ঠান্ডা নিয়ে এসেছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল খেলতে পারবে কি না, তো সে বলেছে ওকে। পরে হঠাৎ গ্যাস ফর্ম করে। এরপরও ঠিক আছে বলে খেলেছে। পরে ফিল্ডিংয়ের সময় ঠান্ডা লেগে যায়। সে এখন সুস্থ আছে, পরের ম্যাচে খেলবে।’

জ্বরে আক্রান্ত হয়েছেন আফিফ হোসেন
বিসিবি

আগে ফিল্ডিং করা চট্টগ্রাম ইনিংসে ২ ওভার বোলিংও করেছিলেন আফিফ, দিয়েছিলেন ১৩ রান। শেষ পর্যন্ত রংপুরের কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে চট্টগ্রাম। এ নিয়ে টানা তিনটি ম্যাচ হারল দলটি।

এদিকে চোটের কারণে আগের ম্যাচে খেলতে না পারা রংপুর অধিনায়ক নুরুল নেমেছিলেন আজ। যদিও গতকালও জানা গিয়েছিল, খেলার মতো ফিট হয়ে ওঠেননি তিনি। অবশ্য আগে ব্যাটিং করা রংপুর ইনিংসে ৬ উইকেট পড়ে যাওয়ার পরও ব্যাটিংয়ে নামেননি। উইকেটকিপিং অবশ্য ঠিকই করেছেন। খাজা নাফিকে দারুণভাবে স্টাম্পিংও করেন।

আরও পড়ুন

পরে সংবাদ সম্মেলনে এসে রংপুরের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান জানিয়েছেন, দলীয় কৌশলের কারণেই ব্যাটিংয়ে নামেননি নুরুল।

আগের দুই ম্যাচে হারা রংপুর আজ অবশেষে পেয়েছে আরেকটি জয়। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। তবে সমান ম্যাচে সমান পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানসেরও।