বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণের শাস্তি পেলেন জোসেফ

ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফইনস্টাগ্রাম

ঘটনাটা ঘটেছিল গত রোববার, ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ প্রথম ওয়ানডেতে। ম্যাচ শুরুর আগেই আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসার আলজারি জোসেফ। যে আচরণের কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে জোসেফকে। আজ সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডে শুরুর ঘণ্টা দেড়েক আগে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জোসেফের শাস্তির কথা জানিয়েছে আইসিসি।

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ একাদশেও রাখা হয়নি জোসেফকে। এর সঙ্গে অবশ্য শাস্তির সম্পর্ক থাকার কথা না। এটা ওয়েস্ট ইন্ডিজের কৌশলগত সিদ্ধান্ত বলেই টসের পর জানিয়েছেন অধিনায়ক শাই হোপ। জোসেফের বদলে একাদশে এসেছেন আরেক পেসার মারকুইনো মিন্ডলে।

গত রোববার সেন্ট কিটসেই প্রথম ওয়ানডে শুরুর আগে বুট পরে পিচের ওপর হাঁটছিলেন জোসেফ। এ সময় তাঁকে থামানোর চেষ্টা করেন চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাফেট। সে সময় আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ করেন ওয়েস্ট ইন্ডিয়ান এই পেসার।

পরে ম্যাচের দুই আম্পায়ার কুমার ধার্মাসেনা ও লেজলি রিফার, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব ও চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাফেট তাঁদের প্রতিবেদনে এ ঘটনার কথা উল্লেখ করে জোসেফের বিরুদ্ধে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতেই জোসেফকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

আইসিসির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন আলজারি জোসেফ
ইনস্টাগ্রাম

ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন জোসেফ। আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিয়ান পেসার নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।