‘যাক, আপাতত হাঁপ ছেড়ে বাঁচলাম’—দিনে নবমবারের মতো বৃষ্টি নামায় আগেভাগেই মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় রোহিত শর্মা ও লোকেশ রাহুল কথাগুলো মুখে না বললেও মনে মনে হয়তো বলেছেন!
ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়া পেসারদের তোপে ভারতীয় ব্যাটসম্যানদের যে নাজেহাল অবস্থা, তাতে বৃষ্টিকে আশীর্বাদ মেনে রোহিত–রাহুলদের কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলারই কথা।
ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে গতকালই ৪০০ পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে আজ অ্যালেক্স ক্যারির ফিফটিতে আরও ৪০ রান যোগ করে স্বাগতিকেরা। প্যাট কামিন্সের দলের প্রথম ইনিংস থামে ৪৪৫ রানে।
দফায় দফায় বৃষ্টির মধ্যেই জবাব দিতে নেমে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের গতি ও বাউন্সারে দ্রুত ৪ উইকেট হারিয়ে প্রবল চাপের মুখে ভারত। ১৭ ওভারে ৫১ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা, স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ৩৯৪ রানে পিছিয়ে থেকে ফলো–অনে পড়ে শঙ্কায়।
আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগেই ব্রিসবেনে বৃষ্টি নামে। একবার–দুবার হলে তাও হয়; সারা দিনে বৃষ্টি নেমেছে আর থেমেছে নয়বার! খেলা হয়েছে মাত্র ৩৩.১ ওভার।
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের ছন্দটা ব্রিসবেনেও টেনে এনেছেন স্টার্ক। ভারতের ইনিংসের শুরুতেই যশস্বী জয়সোয়াল ও শুবমান গিলকে মিচেল মার্শের ক্যাচ বানিয়েছেন এই বাঁহাতি পেসার। হ্যাজলউডের বলে কোহলি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ক্যারিকে।
২০২১ সালে ব্রিসবেন টেস্ট জিতিয়ে যিনি ভারতকে বোর্ডার–গাভাস্কার ট্রফি ধরে রাখতে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন, সেই ঋষভ পন্ত এবার একই মাঠে ‘সুপার ফ্লপ’। তিনিও ক্যারিকে ক্যাচ দিয়েছেন। তাঁর ‘ঘাতক’ অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স।
সংবাদ সম্মেলনে শুবমান গিল ‘অস্ট্রেলিয়ান বোলারদের ভয় পাই না’ জাতীয় কথা বললেও বাস্তবে তিনিসহ জয়সোয়াল, কোহলি, পন্তদের কাঁপিয়ে দিয়েছেন স্টার্ক–হ্যাজলউড–কামিন্সরা। এই চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
গিলকে অবশ্য দুর্ভাগাই বলতে হবে। অফ স্টাম্পের অনেকটা বাইরে করা স্টার্কের ফুল লেংথের বলে ড্রাইভ করেছিলেন গিল। কিন্তু গালিতে দাঁড়ানো মার্শ বাঁ দিকে ঝাঁপিয়ে যে ক্যাচটি নিয়েছেন, সেটাকে ধারাভাষ্যকার বলেছেন ‘ফ্লাইং বাইসন’। আসলে মার্শের ডাকনাম বাইসন।
বৃষ্টি নামার আর থামার খেলা এবং অস্ট্রেলিয়ান বোলারদের মাঝেও টিকে গেছেন ওপেনার রাহুল (৩৩*)। নবম দফা বৃষ্টি নামার আগে অধিনায়ক রোহিতকে (০*) নিয়ে কোনোরকমে সময়টা পার করে দিয়েছেন।
ব্রিসবেনে পড়ন্ত বিকেলে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলেও ভেজা মাঠ ও আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের খেলার ইতি টানেন মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও রিচার্ড কেটেলবরা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১১৭.১ ওভারে ৪৪৫ অলআউট
(হেড ১৫২, স্মিথ ১০১, ক্যারি ৭০; বুমরা ৬/৭৬, সিরাজ ২/৯৭)।
ভারত ১ম ইনিংম: ১৭ ওভারে ৫১/৪
(রাহুল ৩৩*, পন্ত ৯, জয়সোয়াল ৪, কোহলি ৩, গিল ১, রোহিত ০*; স্টার্ক ২/২৫, কামিন্স ১/৭, হ্যাজলউড ১/১৭)।
* ৩য় দিন শেষে ভারত ৩৯৪ রানে পিছিয়ে।