নিলামের পর সরে গেলে বিদেশি ক্রিকেটারদের শাস্তি চায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো

২০২৪ আইপিএল নিলাম অনুষ্ঠিত হয় দুবাইয়েবিসিসিআই

নিলামে বিক্রি হওয়ার পর বিদেশি কোনো খেলোয়াড় ‘বৈধ’ কারণ ছাড়া নিজেকে সরিয়ে নিলে শাস্তির ব্যবস্থা চায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। এ ক্ষেত্রে আইপিএলের ১০টি দলই সম্মত হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলে কোনো মৌসুম শুরুর আগে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনা নিয়মিতই। এর মাধ্যমে দলগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়েছে। তাদের মতে, শেষ মুহূর্তে বিদেশি ক্রিকেটারদের এভাবে সরে যাওয়া দলের পারফরম্যান্সে প্রভাব ফেলে। কারণ, তাঁদের মাথায় রেখেই কৌশল সাজানো হয়। পাশাপাশি শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় পেতেও ভুগতে হয় তাদের। এর ফলে এমন করা হলে সেই খেলোয়াড়কে আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ করার নিয়ম চায় ফ্র্যাঞ্চাইজিগুলো।

অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলো এটাও বলেছে, কোনো খেলোয়াড়ের বোর্ড যদি আন্তর্জাতিক সূচির কারণে তাঁদের সরিয়ে নেয়, অথবা সেই খেলোয়াড়ের চোট বা পারিবারিক কোনো দায়বদ্ধতা থাকে—তাহলে সেগুলো তাদের বোধগম্য। এ ক্ষেত্রে ব্যতিক্রম করতে তাদের কোনো আপত্তি নেই। তবে নিলামে কোন খেলোয়াড়কে কতটুকু সময়ের জন্য পাওয়া যাবে, সে ব্যাপারে পরিষ্কার ধারণা দরকার তাদের।

আইপিএল ফাইনালে ম্যাচসেরা হন মিচেল স্টার্ক
বিসিসিআই

নিষেধাজ্ঞার প্রসঙ্গ আসছে মূলত আর্থিক কারণে। ফ্র্যাঞ্চাইজিগুলো এ ক্ষেত্রে একজন খেলোয়াড়ের ম্যানেজারের উদাহরণও দিয়েছে। সেই ম্যানেজার নাকি বলেছিলেন, বাড়তি টাকা দিলে ওই খেলোয়াড়কে পাওয়া যাবে।

আরও পড়ুন

শুধু নিলামের পর নিজেকে সরিয়ে নেওয়া নয়, ক্রিকেটের বড় তারকাদের মেগা নিলামে নাম না তোলার ব্যাপারেও আপত্তি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মেগা নিলামে না থাকলেও বাড়তি দাম পাবেন তাই ছোট নিলামে তাঁরা নাম তোলেন বলেও অভিযোগ তোলা হয়েছে। কারণ, এমন ছোট পরিসরের নিলামে তেমন বড় নাম বা মেধাবী ক্রিকেটার কম থাকেন।

২০২২ সালের মেগা নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল মুম্বাই ইন্ডিয়ানসে যাওয়া ঈশান কিষানের—১৫ কোটি ২৫ লাখ রুপি। তবে সর্বশেষ ছোট নিলামে এর চেয়ে বেশি দামে বিক্রি হন দুজন খেলোয়াড়—মিচেল স্টার্ক (২৪ কোটি ৭৫ লাখ রুপি) এবং প্যাট কামিন্স (২০ কোটি ৫০ লাখ)।

আরও পড়ুন

ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারণা, এ ব্যাপারে আইপিএলের সুযোগ কাজে লাগাচ্ছেন খেলোয়াড়ের ম্যানেজাররা। নতুন কোনো বিদেশি তারকা এমন নিয়মিত নিলামে এলে সেগুলো নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তি নেই। তবে তাদের চাওয়া, বড় তারকাদের মেগা নিলামে নাম তুলতেই হবে। শুধু অবিক্রিত থাকলেই পরবর্তী সময়ে আবার অমন ছোট নিলামে নাম তুলতে পারবেন তাঁরা। অবশ্য ঠিক কিসের ভিত্তিতে ‘বড়’ তারকার ব্যাপারটি বিবেচনা করা হবে, সেটি ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আইপিএলের পরবর্তী মৌসুমের আগে মেগা নিলাম হওয়ার কথা আছে। এর আগে খেলোয়াড় ধরে রাখা, মেগা নিলাম কয় বছর পরপর হবে, ইমপ্যাক্ট বদলির নিয়ম রাখা হবে কি না—এমন সব ব্যাপারে গত বুধবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসেছিল আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি।